বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২১:৫০ আপডেট: : ০৮ জানুয়ারি ২০২৫, ০১:০৪
ফিরোজা থেকে বিমানবন্দরে যাচ্ছেন খালেদা জিয়া। ছবি : বাসস

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা নিতে লন্ডন যাত্রার উদ্দেশ্যে তাঁর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দর অভিমুখে রওনা হয়েছেন।

রাজধানীর গুলশানে ২-এর ৭৯ নম্বর রোডের বাস ভবন ফিরোজা থেকে আজ মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে তার গাড়ি বহর ছাড়লেও ৯ টা পযন্ত দলীয় নেতাকর্মীদের ভীড়ে গুলশান ২ নম্বর চত্বর অতিক্রম করতে পারেনি। রাস্তায় দুই ধারে হাজার হাজার সাধারণ মানুষ হাত নেড়ে তাঁকে বিদায় জানায়।

বিএনপির চেয়ারপাসন আজ মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা হবেন। 
  
এদিকে বিকেল থেকেই ফিরোজার সামনে বিএনপির নেতাকমীরা ভীড় করতে থাকেন। তারা খালেদা জিয়া ও তারেক রহমানের নামে  বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সন্ধ্যা সোয়া ৬ টায় খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি গেটের সামনে থাকা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সুশৃঙ্খল অবস্থায় ফুটপাতে দাঁড়িয়ে থাকুন। রাস্তা ফাঁকা রেখে দাঁড়ান। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ফিরোজা থেকে বের হন। 

এই বিদেশযাত্রার মাধ্যমে প্রায় সাড়ে সাত বছর পর লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে খালেদা জিয়ার। লন্ডন বিমান বন্দরে নিজে দাঁড়িয়ে থেকে মাকে রিসিভ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ডা. জোবায়দা রহমান। তাদের সঙ্গে থাকবেন লন্ডন বিএনপির দুই নেতা।

গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই-সংগ্রামের কারণে রাজনৈতিক অঙ্গনে ও নেতাকর্মীদের কাছে ‘আপসহীন নেত্রী’ দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
প্রাইমারি স্কুলের শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি সাময়িকভাবে বন্ধ
মুস্তাফিজের নয়া রেকর্ড
রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্যই আমরা লড়াই করছি : সেলিমা রহমান
বিএমইউতে ড্যাব নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময়
বিএসডব্লিউ ব্যবহারে এনবিআর ও বিএইআরএ- এর মধ্যে এমওইউ সাক্ষর
দশ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান পাকিস্তানের
১০