হাসিনার আমলে গুমের ঘটনার ২ মামলায় গ্রেফতারি পরোয়ানা

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৬

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১।

গুমের একটি মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি অপর আসামিরা হলেন, তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আবদুল্লাহ আল মোমেন, র‌্যাবের সাবেক পরিচালক সারোয়ার বিন কাশেম, র‌্যাবের সাবেক পরিচালক খায়রুল ইসলাম, র‌্যাবের সাবেক পরিচালক মশিউর রহমান জুয়েল ও র‌্যাবের সাবেক পরিচালক সাইফুল ইসলাম সুমন।

গুমের অপর মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অপর আসামিরা হলেন, তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব) মোহাম্মদ আকবর হোসেন, ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল (অব) সাইফুল আবেদিন, ডিজিএফআইয়ের লে. জেনারেল (অব) মো. সাইফুল আলম, ডিজিএফআইয়ের সাবেক ডিজি লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল (অব) হামিদুল হক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহাম্মদ, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী ও লে. কর্নেল (অব) মখসুরুল হক।

প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আবেদনের শুনানি শেষে আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দুই মামলায় অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে আসামিদের গ্রেফতার করে হাজির করতে আগামী ২২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। এখন দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এক্সপো’ শুরু বৃহস্পতিবার
খেলোয়াড়দের আগ্রহ এবং কল্যাণকে অগ্রাধিকার দেয় সিসিডিএম
আইএমএফ আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
আলোকচিত্রী শহিদুল আলম ইসরাইলে আটক হওয়ায় রিজভীর উদ্বেগ 
পুলিশের জন্য ৪১৮টি যানবাহন কেনা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা 
ট্রাম্পের নির্দেশে ইলিনয় পৌঁছেছে ২০০ সৈন্য
বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার নতুন ফরাসি রাষ্ট্রদূতের
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৬ জেলে উদ্ধার
ব্রিটেনের শীর্ষ আইনজীবী গোয়েন্দা মামলা বাতিলের জন্য সরকারকে দুষলেন
শেরপুরে তিনলাখ ৮৩ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে
১০