সরকারি খরচে লিগ্যাল এইডে ২৯,৯১২ শ্রমিককে আইনি সহায়তা

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৮:২৩

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) অধীনে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৯১২ জন শ্রমিক সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে ২০০৯ সাল থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত লিগ্যাল এইড কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৪ লাখ ৪৭ হাজার ৭৪০টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। মোট ১৩ লাখ ৩০ হাজার ১৬১ জন শ্রমিক এই সহায়তা পেয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, সংস্থার অধীনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে ২৯ হাজার ৯১২ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিস থেকে ১০ লাখ ৭৭ হাজার ৮০৩ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেল থেকে ২৯ হাজার ৯১২ জন আইনি সহায়তা পান। এছাড়া, জাতীয় হেল্পলাইন কলসেন্টার (টোল ফ্রি-১৬৪৩০) থেকে ১ লাখ ৯২ হাজার ৭০২ জন আইনি পরামর্শ ও সেবা গ্রহণ করেন।

প্রথমে জেলা পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম শুরু হয়। পরে শ্রমিক আইনি সহায়তা সেল, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, কারাবন্দিদের আইনি সহায়তা ও জাতীয় হেল্পলাইন কলসেন্টারের মাধ্যমে সেবার পরিসর বাড়ানো হয়।

দেশে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’র আওতায় সরকারি খরচে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সংস্থাটির কার্যক্রম তদারকি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজীপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
কুমিল্লায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত কর্মকর্তা-কর্মচারীরা: খাদ্য উপদেষ্টা
মুথুসামির সেঞ্চুরিতে বড় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার
সিলেটে দুদকের ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত
ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে আপস নয়: নাহিদ ইসলাম
ভূমিকম্প নিরাপত্তায় কারখানা ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনা বিজিএমইএ’র
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর উঠান বৈঠক
বাংলাদেশ-ভুটান বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে দুই দেশের অঙ্গীকার
১০