গাজীপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৯:৩০
ছবি : বাসস।

গাজীপুর, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার কাপাসিয়া উপজেলায় আজ রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে একহাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করেছে। 

আজ রোববার দুপুরে কাপাসিয়া উপজেলার পরিষদের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীমের পক্ষে সার ও বীজ বিতরণ করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন।

এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক ও সুরাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কালাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি বোরো উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া, ছয়শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিঘা প্রতি ২ কেজি করে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে প্রায় ১ কোটি টাকার নতুন দুটি ট্রাস্ট ফান্ড গঠন
সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল আইসিএবি ও সিআইপিএফএ
মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের অধিকার সুরক্ষায় জাতিসংঘের প্রতিশ্রুতি 
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ
বিএনপি কখনোই ইসলামের মূলনীতির সাথে আপস করবে না: তারেক রহমান
বাংলাদেশি ডাক্তার ও নার্স নিয়োগে জি-টু-জি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদি আরবের
ভূমিকম্প চলাকালে করণীয়, জানালো ফায়ার সার্ভিস
সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে: যৌথ বিবৃতি
প্রথমবার টি-টোয়েন্টি দলে মাহিদুল, নেই তাসকিন-শামীম
১০