ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে প্রায় ১ কোটি টাকার নতুন দুটি ট্রাস্ট ফান্ড গঠন

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ২০:২৯

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং রসায়ন বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘নুরুন নাহার স্মৃতি ট্রাস্ট ফান্ড’ এবং ‘কে. এম. এ. মালিক ট্রাস্ট ফান্ড’ শীর্ষক প্রায় ১ কোটি টাকার পৃথক দুটি নতুন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ট্রাস্ট ফান্ডের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আজ স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদ প্রয়াত স্ত্রী নুরুন নাহারের স্মৃতি রক্ষার্থে ৮৯ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে হস্তান্তর করেন। এছাড়া, ‘কে. এম. এ. মালিক ট্রাস্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে পরিবারের পক্ষে ১০ লাখ টাকার একটি চেক কোষাধ্যক্ষের কাছে হস্তান্তর করেন রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।

অনুষ্ঠানে আসেফা হক মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির লক্ষ্যে রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা পরিবারের পক্ষে আরও ৩ লাখ টাকার একটি পৃথক চেক হস্তান্তর করেন।

উপাচার্যের সভাকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগম, অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ইসরাত জাহান কাকলী উপস্থিত ছিলেন।

‘নুরুন নাহার স্মৃতি ট্রাস্ট ফান্ড’-এর আয় থেকে প্রতিবছর কলা অনুষদভুক্ত প্রত্যেক বিভাগের এম.এ. শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের মধ্যে বি.এ. (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ছাত্রীকে মাসিক ৪ হাজার টাকা হারে বছরে মোট ৪৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।

‘কে. এম. এ. মালিক ট্রাস্ট ফান্ড’-এর আয় থেকে রসায়ন বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। ‘আসেফা হক মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’-এর আয় থেকেও শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
মার্কিন পরিকল্পনায় ‘ইউক্রেনীয় দৃষ্টিভঙ্গি’ থাকতে পারে: জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের ‘কোনো কৃতজ্ঞতাবোধ নেই’: ট্রাম্প
ঢাবি কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
হবিগঞ্জে দুদকের গণশুনানি সোমবার
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ
হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া
ভেনেজুয়েলার কাছে মার্কিন নৌবাহিনী মোতায়েন নিয়ে ব্রাজিলের ‘গভীর উদ্বেগ’
টাঙ্গাইল পাসপোর্ট অফিসে ৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 
ইউক্রেন শান্তি পরিকল্পনায় ইইউ’র ভূমিকা ‘সম্পূর্ণভাবে প্রতিফলিত’ হতে হবে : ফন ডার লায়েন
১০