
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): ভেনেজুয়েলার কাছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে সংঘাতের আশঙ্কা প্রকাশ করে ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, এতে তার দেশ ‘অত্যন্ত উদ্বিগ্ন’।
এ বিষয়ে রোববার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন।
জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
লুলা জি২০ সম্মেলনে অংশগ্রহণের পর জোহানেসবার্গে সাংবাদিকদের বলেন, ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র যে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে, তা নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি খুবই চিন্তিত এবং আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চাই। কারণ এটি আমাকে উদ্বিগ্ন করছে।