শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ২০:১৭ আপডেট: : ২৩ নভেম্বর ২০২৫, ২০:১৮
ফাইল ছবি

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস): পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে নতুন করে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ সংক্ষেপে বলেন, ‘দিন দুয়েক আগে (শুক্রবার) চিঠিটি পাঠানো হয়েছে।’ তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বাসসকে জানিয়েছে, নোট ভার্বালটি নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাঠানো হয়েছে।

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণা করে। শেখ হাসিনা এবং তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপরদিকে রাষ্ট্রপক্ষের স্বপক্ষে সাক্ষ্য দেওয়া সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার দিনই তৌহিদ ঘোষণা করেন যে ঢাকা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন পাঠাবে। তিনি বলেন, ‘চিঠিটি আজ রাতে বা কালকের মধ্যেই যাবে- এটা নিশ্চিত।’

তিনি আরও জানান, বাংলাদেশ আগেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য আবেদন করেছিল, কিন্তু দিল্লি সাড়া দেয়নি। ‘এখন পরিস্থিতি ভিন্ন ৃ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছেন,’ বলেন তৌহিদ।

বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির অধীনেই বাংলাদেশ তার অনুরোধ জানাবে বলে উপদেষ্টা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
মার্কিন পরিকল্পনায় ‘ইউক্রেনীয় দৃষ্টিভঙ্গি’ থাকতে পারে: জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের ‘কোনো কৃতজ্ঞতাবোধ নেই’: ট্রাম্প
ঢাবি কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
হবিগঞ্জে দুদকের গণশুনানি সোমবার
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ
হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া
ভেনেজুয়েলার কাছে মার্কিন নৌবাহিনী মোতায়েন নিয়ে ব্রাজিলের ‘গভীর উদ্বেগ’
টাঙ্গাইল পাসপোর্ট অফিসে ৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 
ইউক্রেন শান্তি পরিকল্পনায় ইইউ’র ভূমিকা ‘সম্পূর্ণভাবে প্রতিফলিত’ হতে হবে : ফন ডার লায়েন
১০