
সাতক্ষীরা, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার আশাশুনি উপজেলায় আজ মৎস্য ঘেরের পানিতে ডুবে মাহিরা খাতুন (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু মাহিরা খাতুন জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের রামনগর গ্রামের আফাজ উদ্দীন গাজীর কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফাজ উদ্দীন গাজীর বাড়ি পাশেই তার একটি মৎস্য ঘের রয়েছে। প্রতিদিন সকালে তিনি ওই ঘেরে যান এবং ফিরে তিনি রামনগর বাজারে তার দোকানে যান। রোববার সকালে শিশু কন্যা মাহিরা ঘুম থেকে উঠে সবার অজান্তে তার বাবাকে খুঁজতে ওই মৎস্য ঘেরে যায়। সেখানে গিয়ে অসাবধানতা বশত শিশু মাহিরা পানিতে পড়ে যায়। এদিকে, শিশুটির বাবা দোকান থেকে বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে আশপাশের অনেক জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে সকাল সাড়ে ১০ টার দিকে মৎস্য ঘেরের পানি থেকে শিশু মাহিরার মরদেহ উদ্ধার করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফীন পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।