
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি (সিআইপিএফএ) এবং বাংলাদেশের ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা (পিএসএফএম) উন্নয়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এ লক্ষ্যে গত ১৮ নভেম্বর লন্ডনে সিআইপিএফএ কার্যালয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) পুনরায় স্বাক্ষরিত হয়। নবায়নকৃত এমওইউতে পেশাদারিত্বের ক্ষেত্রে উৎকর্ষ, সততা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার অভিন্ন দৃষ্টিভঙ্গিকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে।
বৈঠকে উভয় প্রতিষ্ঠান সরকারি অর্থ ব্যবস্থাপনার ভবিষ্যৎ গঠনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। এর মধ্যে রয়েছে উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পেশায় প্রবেশের পথ সম্প্রসারণ এবং সদস্যপদ স্বীকৃতি সহজতর করা; রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ভূমিকাসহ সরকারি ও বেসরকারি খাতের ক্রমবর্ধমান সংযোগ, বাংলাদেশে পিএসএফএম ক্ষেত্রের উন্নয়নে যৌথভাবে কাজ করা এবং ফরেনসিক অ্যাকাউন্টিং ও দুর্নীতি প্রতিরোধে উদ্যোগ গ্রহণ।
অনুষ্ঠানে আইসিএবি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি এন কে এ মবিন এফসিএ, সহ-সভাপতি সুরাইয়া জান্নাত এফসিএ ও মো. রোকোনুজ্জামান এফসিএ এবং চিফ অপারেটিং অফিসার মাহবুব আহমেদ সিদ্দিক এফসিএ।
সিআইপিএফএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ওউইন ম্যাপলি, চিফ অপারেটিং অফিসার আনা ব্ল্যাকম্যান, সিনিয়র লিড (আন্তর্জাতিক অংশীদারিত্ব) স্টিভ ওয়াটকিন এবং কোয়ালিফিকেশন এন্ড মেম্বারশিপ প্রধান আনা হাওয়ার্ড। তারা আইসিএবি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।