ভূমিকম্প নিরাপত্তায় কারখানা ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনা বিজিএমইএ’র

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৯:২১

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভূমিকম্পের পর কারখানা ভবনগুলোতে কোনো ধরনের কাঠামোগত ত্রুটি আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে সদস্যদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক করে সংগঠনটি কারখানাগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে।

শনিবার পোশাক শিল্পের শীর্ষ এ সংগঠন সদস্যদের উদ্দেশে এক বিজ্ঞপ্তিতে বলেছে, কোনো বড় ধরনের ভূমিকম্প সংঘটনের পর যেকোনো সময়ে বড়মাত্রার ভূমিকম্প ঘটার আশঙ্কা থাকে, যা জীবন ও সম্পদের জন্য হুমকিস্বরূপ। তাই এ বিষয়ে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কারখানা ভবন, লিফট, বয়লার রুম, জেনারেটর রুম, সাব-স্টেশন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়। এতে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন হতাহত হলেও বহু স্থানে ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু পোশাক শিল্প কারখানাসমূহে বহুসংখ্যক শ্রমিক-কর্মচারী কাজ করেন, তাই কারখানা ভবনসমূহের কাঠামোগত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি।

এতে আরও বলা হয়, কারখানা ভবনসমূহে অনেক ধরনের মেশিনারিজ রয়েছে, যা থেকে অবিরাম কম্পন তৈরি হয়। এ ছাড়াও কারখানায় লিফট, বয়লার, জেনারেটর, সাব-স্টেশন ইত্যাদি সংবেদনশীল স্থাপনা রয়েছে, যা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে যেকোনো সময়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এবং বহুসংখ্যক শ্রমিক-কর্মচারী হতাহত হতে পারেন।

বিজিএমইএ এ বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল আইসিএবি ও সিআইপিএফএ
মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের অধিকার সুরক্ষায় জাতিসংঘের প্রতিশ্রুতি 
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ
বিএনপি কখনোই ইসলামের মূলনীতির সাথে আপস করবে না: তারেক রহমান
বাংলাদেশি ডাক্তার ও নার্স নিয়োগে জি-টু-জি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদি আরবের
ভূমিকম্প চলাকালে করণীয়, জানালো ফায়ার সার্ভিস
সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে: যৌথ বিবৃতি
প্রথমবার টি-টোয়েন্টি দলে মাহিদুল, নেই তাসকিন-শামীম
বিশ্বকাপে তৃতীয় বাংলাদেশ, অধিনায়কের অবসর
১০