
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ আজ চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক বাণিজ্যে আইসিসি’র নিয়মাবলি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্যে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালায় আন্তর্জাতিক বাণিজ্যে সম্পৃক্ত বিশেষ করে অপ্রচলিত পণ্য রপ্তানিকারক, এসএমই ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা অংশ নেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই কর্মশালার লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত আইসিসির বিভিন্ন নিয়ম ও নির্দেশিকা সম্পর্কে ধারণা দেওয়া, জটিল বৈশ্বিক ট্রেড ফাইন্যান্স প্রক্রিয়া বুঝতে সহায়তা করা এবং এল/সি নিষ্পত্তির ঝুঁকি এড়াতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলা।
আইসিসি সদর দপ্তরের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় ইউসিপি ৬০০, ইনকোটার্মস ২০২০, আইএসবিপিসহ আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নিয়মগুলো নিয়ে আলোচনা করা হয়। ২০২৪ সাল থেকে এই প্রকল্পের অধীনে আইসিসি-বাংলাদেশ এখন পর্যন্ত চারটি কর্মশালা আয়োজন করেছে। যেখানে মোট ৩০০ জন এসএমই ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।
চট্টগ্রামে অনুষ্ঠিত কর্মশালাটি উদ্বোধন করেন আইসিসি বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল আতাউর রহমান। কর্মশালাটি পরিচালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ টি এম নেসারুল হক।
ব্যাংকার, নারী উদ্যোক্তা এবং এসএমইসহ মোট ৯৫ জন অংশগ্রহণকারী দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।