কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর উঠান বৈঠক

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৯:১৯
ছবি : বাসস।

কুমিল্লা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর উঠান বৈঠক ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী সাবেক চারবারের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নেতৃত্বে দেবিদ্বার পৌরসভার ৪নং ওয়ার্ডে (বড়আলমপুর ও বিনাইপাড়) গণসংযোগ ও উঠান বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই উঠান বৈঠক হচ্ছে।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই।’

এছাড়া তিনি আরো বলেন, আগামীতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই এলাকার বেকারত্ব দূর করা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল খাতে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপি নেতা ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি উপস্থিত ছিলেন। 

উপজেলা ও পৌর ওয়ার্ড বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে আজ এ তথ্য প্রকাশ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল আইসিএবি ও সিআইপিএফএ
মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের অধিকার সুরক্ষায় জাতিসংঘের প্রতিশ্রুতি 
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ
বিএনপি কখনোই ইসলামের মূলনীতির সাথে আপস করবে না: তারেক রহমান
বাংলাদেশি ডাক্তার ও নার্স নিয়োগে জি-টু-জি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদি আরবের
ভূমিকম্প চলাকালে করণীয়, জানালো ফায়ার সার্ভিস
সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে: যৌথ বিবৃতি
প্রথমবার টি-টোয়েন্টি দলে মাহিদুল, নেই তাসকিন-শামীম
বিশ্বকাপে তৃতীয় বাংলাদেশ, অধিনায়কের অবসর
১০