মুথুসামির সেঞ্চুরিতে বড় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৯:২৫ আপডেট: : ২৩ নভেম্বর ২০২৫, ১৯:৩০

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস) : সেনুরান মুথুসামির প্রথম সেঞ্চুরি ও মার্কো জানসেনের নাভার্স-নাইন্টিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৪৮৯ রানের বড় সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। জবাবে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৯ রান করেছে ভারত। ৯ উইকেট হাতে নিয়ে ৪৮০ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

গৌহাটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৪৭ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। দিন শেষে মুথুসামি ২৫ ও কাইল ভেরেনি ১ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিন ভেরেনি ৪৫ রানে থামলে ক্রিজে আসেন জানসেন। অষ্টম উইকেটে জুটি বেঁধে দলকে ৯৭ রান এনে দেন জানসেন ও মুথুসামি। এই জুটিতে টেস্ট ক্যারিয়ারের অষ্টম ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পান ব্যাটিং অলরাউন্ডার মুথুসামি। শতকের পর ভারত পেসার মোহাম্মদ সিরাজের বলে সাজঘরে ফিরেন তিনি। ১০টি চার ও ২টি ছক্কায় ২০৬ বলে ১০৯ রান করেন মুথুসামি। 

দলীয় ৪৩১ রানে মুথুসামি ফেরার পর শেষ দুই ব্যাটারকে নিয়ে ৫৮ রান যোগ করেন জানসেন। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত সেঞ্চুরি সুযোগ তৈরি করেও, তিন অংকে পা রাখতে পারেননি জানসেন। ভারত স্পিনার কুলদীপ যাদবের শিকার হয়ে ৯৩ রানে আউট হন তিনি। তার ৯১ বলের ইনিংসে ৬টি চার ও ৭টি ছক্কা ছিল।

জানসেন শেষ ব্যাটার হিসেবে আউট হলে ৪৮৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের কুলদীপ ৪টি ও বুমরাহ-সিরাজ ও জাদেজা ২টি করে উইকেট নেন।

দিনের শেষভাগে ব্যাট হাতে নেমে ৬.১ ওভারে বিনা উইকেটে ৯ রান তুলেছে ভারত। দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ৭ ও লোকেশ রাহুল ২ রানে অপরাজিত আছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে প্রায় ১ কোটি টাকার নতুন দুটি ট্রাস্ট ফান্ড গঠন
সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল আইসিএবি ও সিআইপিএফএ
মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের অধিকার সুরক্ষায় জাতিসংঘের প্রতিশ্রুতি 
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ
বিএনপি কখনোই ইসলামের মূলনীতির সাথে আপস করবে না: তারেক রহমান
বাংলাদেশি ডাক্তার ও নার্স নিয়োগে জি-টু-জি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদি আরবের
ভূমিকম্প চলাকালে করণীয়, জানালো ফায়ার সার্ভিস
সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে: যৌথ বিবৃতি
প্রথমবার টি-টোয়েন্টি দলে মাহিদুল, নেই তাসকিন-শামীম
১০