সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আজ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান,‘ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অবৈধভাবে ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজাত টাকা মূল্যের সম্পদ অর্জন করে এই সম্পদ নিজ ভোগ দখলে রেখেছে এবং ৪২ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৮১৬ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন। এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় আজ একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে শরীফ আহমেদের স্বার্থ-সংশ্লিষ্ট তার স্ত্রী শেফালী বেগম, শ্বশুর গোলাম মোস্তফা, শাশুড়ি জাহানারা বেগম, শ্যালক মো. শাহ আলম ও আরেক শ্যালক মোহাম্মদ শামীমের নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে বলে জানা যায়।

এছাড়া তাদের ব্যাংক হিসাব সমূহে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া যায়। এসব লেনদেনকৃত অর্থের উৎস কী তা জানার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ প্রদান করা হলেও তারা বক্তব্য প্রদানের জন্য হাজির হননি বিধায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। অতএব, এই বিপুল পরিমাণ লেনদেনকৃত অর্থ অন্য কোন মাধ্যমে বিনিয়োগ, হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর এর মাধ্যমে তারা কোন অবৈধ সম্পদ অর্জন করেছেন কি-না এ নিয়ে সন্দেহ রয়েছে এবং ওই সম্পদ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের স্বীয় সম্পদ বলে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। তাই বিভিন্ন ব্যাংক হিসাবে ব্যাপক লেনদেনের বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য তাদের নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষায় উন্নয়ন, দুর্নীতিমুক্ত ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প
আইসিসির উদীয়মান খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের নিশি
ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ
নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত
খাগড়াছড়িতে তিন পাহাড়ি নিহতের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চট্টগ্রামে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতিসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা
১০