সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আজ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান,‘ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অবৈধভাবে ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজাত টাকা মূল্যের সম্পদ অর্জন করে এই সম্পদ নিজ ভোগ দখলে রেখেছে এবং ৪২ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৮১৬ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন। এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় আজ একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে শরীফ আহমেদের স্বার্থ-সংশ্লিষ্ট তার স্ত্রী শেফালী বেগম, শ্বশুর গোলাম মোস্তফা, শাশুড়ি জাহানারা বেগম, শ্যালক মো. শাহ আলম ও আরেক শ্যালক মোহাম্মদ শামীমের নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে বলে জানা যায়।

এছাড়া তাদের ব্যাংক হিসাব সমূহে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া যায়। এসব লেনদেনকৃত অর্থের উৎস কী তা জানার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ প্রদান করা হলেও তারা বক্তব্য প্রদানের জন্য হাজির হননি বিধায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। অতএব, এই বিপুল পরিমাণ লেনদেনকৃত অর্থ অন্য কোন মাধ্যমে বিনিয়োগ, হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর এর মাধ্যমে তারা কোন অবৈধ সম্পদ অর্জন করেছেন কি-না এ নিয়ে সন্দেহ রয়েছে এবং ওই সম্পদ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের স্বীয় সম্পদ বলে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। তাই বিভিন্ন ব্যাংক হিসাবে ব্যাপক লেনদেনের বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য তাদের নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 
শিক্ষাখাতে বিনিয়োগে আলোকিত সমাজ গড়া সম্ভব: চসিক মেয়র
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম: আরো পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলমান
চট্টগ্রামে প্রথমবার আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট
১০