সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আজ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান,‘ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অবৈধভাবে ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজাত টাকা মূল্যের সম্পদ অর্জন করে এই সম্পদ নিজ ভোগ দখলে রেখেছে এবং ৪২ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৮১৬ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন। এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় আজ একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে শরীফ আহমেদের স্বার্থ-সংশ্লিষ্ট তার স্ত্রী শেফালী বেগম, শ্বশুর গোলাম মোস্তফা, শাশুড়ি জাহানারা বেগম, শ্যালক মো. শাহ আলম ও আরেক শ্যালক মোহাম্মদ শামীমের নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে বলে জানা যায়।

এছাড়া তাদের ব্যাংক হিসাব সমূহে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া যায়। এসব লেনদেনকৃত অর্থের উৎস কী তা জানার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ প্রদান করা হলেও তারা বক্তব্য প্রদানের জন্য হাজির হননি বিধায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। অতএব, এই বিপুল পরিমাণ লেনদেনকৃত অর্থ অন্য কোন মাধ্যমে বিনিয়োগ, হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর এর মাধ্যমে তারা কোন অবৈধ সম্পদ অর্জন করেছেন কি-না এ নিয়ে সন্দেহ রয়েছে এবং ওই সম্পদ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের স্বীয় সম্পদ বলে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। তাই বিভিন্ন ব্যাংক হিসাবে ব্যাপক লেনদেনের বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য তাদের নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০