ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ 

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২১:৩১
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আজ নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আজ নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

ভারতীয় রাষ্ট্রপতির কার্যালয় জানায়, অনুষ্ঠানে বাংলাদেশ, থাইল্যান্ড, কোস্টারিকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, তুরস্ক এবং কাজাখস্তানের নবনিযুক্ত দূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন মুর্মু।

একজন পেশাগত কূটনীতিক, হামিদুল্লাহ বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচের এবং ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

নয়াদিল্লিতে তার বর্তমান  পদোন্নতির আগে তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার এবং নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

কূটনৈতিক জীবনে হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) এবং কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে জাতিসংঘে স্থায়ী মিশনেও দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে তিনি বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়, আঞ্চলিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়া ও ইউরোপের সঙ্গে জড়িত দ্বিপাক্ষিক সম্পর্কের উপর ব্যাপকভাবে কাজ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাক্ষীর জবানবন্দি : রিকশা চালিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক সহকর্মীকে নিয়ে হাসপাতালে যাই
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
চবি, রাবি ও বাকৃবিতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের উদ্বেগ
মুন্সীগঞ্জে আইসক্রীম ফ্যাক্টরীকে জরিমানা
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ গঠন শুনানি ১১ সেপ্টেম্বর
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হত্যা মামলায় গ্রেফতার সাবেক সিনিয়র সচিব জিয়াউল
দেশের মানুষ একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চায় : সেলিম উদ্দিন
টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন 
১০