সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৮:৩৩

সাতক্ষীরা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক আরও ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। 

গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বিজিবি জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে বিএসএফ আটক করে। পরদিন পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম। বৈঠক শেষে বিজিবি আটক বাংলাদেশিদের গ্রহণ করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাত বছর পর জিম্বাবুয়ে দলে ফিরলেন ক্রেমার
সমৃদ্ধির জন্য উদ্ভাবন ও গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান এহসানুল হকের
ডেঙ্গুতে আরো ৬৫৯ জন হাসপাতালে ভর্তি
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মিলার ও কোয়েৎজি
মুন্সীগঞ্জে ১৭ কোটি ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
প্রাণিদের মানবিক যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৮১২ জন
জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ নারী দল
রংপুরে সাহিত্য পুরস্কার পেলেন ১০ লেখক
১০