মাঝপথে মাইক্রোবাস বা  অনুরূপ যানবাহনে না চড়তে পুলিশের আহ্বান

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৩:২৬ আপডেট: : ০৪ জুন ২০২৫, ১৮:১১

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশ রাস্তার মাঝখান থেকে মাইক্রোবাস বা অনুরূপ যানবাহনে না ওঠার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে।

বুধবার পুলিশ সদরদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে প্রতারকরা বিভিন্ন কৌশলে মাইক্রোবাসে যাত্রীদের সাথে প্রতারণা করছে বলে খবর প্রকাশের পর পুলিশ সদর দপ্তর এই আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অপরাধীরা যাত্রীদের নির্জন এলাকায় নিয়ে গিয়ে ডাকাতি করছে। কিছু ক্ষেত্রে, তারা বন্দুকের মুখে যাত্রীদের পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণ দাবি করতে বাধ্য করছে।

পুলিশ সদর দপ্তর যাত্রীদের এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার অনুরোধ করেছে।

এছাড়াও ভ্রমণের সময় অজানা ব্যক্তিদের কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার এবং ‘অজ্ঞান পার্টি’ (ডোপ গ্যাং) এবং ‘মলম পার্টি’ (ভুক্তভোগীদের অক্ষম করার জন্য মলম ব্যবহারকারী দল) সহ প্রতারকদের সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘একা ভ্রমণের সময় সতর্ক থাকুন এবং আপনার পরিবারের সদস্য বা আত্মীয়স্বজনদের আপনার অবস্থান এবং গন্তব্য সম্পর্কে অবহিত করুন।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আপনার আশপাশের যাত্রীদের ওপর সজাগ দৃষ্টি রাখুন। যদি আপনি কাউকে সন্দেহ করেন বা কোনো সন্দেহজনক যানবাহন বা পরিস্থিতি লক্ষ্য করেন, তাহলে অবিলম্বে নিকটবর্তী পুলিশ 

স্টেশনে অবহিত করুন অথবা জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ এ কল করুন।’

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ সারা দেশে সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী এবং প্রতারকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন ও যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণ
জাতীয় বৃক্ষমেলায় শিক্ষার্থীদের ‘গাছ চেনা প্রতিযোগিতা-২০২৫
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে : ইআবি ভিসি
বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : ঢাবি উপাচার্য
রাজধানীর যাত্রাবাড়ীতে তিন মাদক কারবারি গ্রেফতার 
চাঁদপুরে অননুমোদিত শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানা মালিককে জরিমানা
ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জেডআরএফ’র জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্থানীয় সরকার উপদেষ্টার আহবান
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা 
১০