ঈদের দিনেই বর্জ্য অপসারণ করা হবে: ডিএনসিসি প্রশাসক

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৮:০৪ আপডেট: : ০৪ জুন ২০২৫, ১৯:০৭
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ফাইল ছবি

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস): আসন্ন কোরবানি ঈদের দিনের বর্জ্য ওই দিনের মধ্যেই অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। 

আজ বিকেলে আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
কোরবানির বর্জ্য অপসারণের সকল প্রস্তুতি শেষ হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হবে। এ বর্জ্য দ্রুততার সাথে অপসারণ করার জন্য সিটি কর্পোরেশনের প্রায় ১০ হাজার কর্মী ৩ দিনব্যাপী নিয়োজিত থাকবে।

এবার ঈদে বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪ টি ডাম্প ট্রাক, ৩৮১ টি পিকাপ ২৪ টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বলে তিনি জানান। 


বর্জ্য সঠিক ব্যবস্থাপনার জন্য ১২ লাখ ৫০ হাজার পলি ব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং, চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে উল্লেখ করে মোহাম্ম্দ এজাজ জানান, আমিন বাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ডাম্পিংয়ের জন্য আলাদা প্লাটফর্ম রেডি রাখা হয়েছে এবং পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২ টি পরিখা খনন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিংয়ের জন্য ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।

তিনি জানান, প্রথমে কোরবানির বর্জ্য সংগ্রহ করে এসটিএসে আনা হবে এবং এসটিএস থেকে বর্জ্য ডাম্পিং স্টেশনে (আমিন বাজার ল্যান্ডফিল) ডাম্প করা হবে।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিলের নতুন জেনেরিক অনুমোদন, রক্ষণশীলদের ক্ষোভ
গাজায় ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরাইলের তীব্র নিন্দায় তুরস্ক
গাজা ফ্লোটিলার ৪শ’ জনেরও বেশি কর্মী আটক : ইসরাইলি কর্মকর্তা
কানাডায় হামের প্রাদুর্ভাবে প্রথম মৃত্যু 
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ২০
শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ
বরেন্দ্রে জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য সংরক্ষণ কৃষি গুরুত্বপূর্ণ : বিশেষজ্ঞরা 
নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে কিশোর নিখোঁজ
১০