সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫
ফাইল ছবি

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে,রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল  যৌথভাবে চুয়াডাঙ্গা ও বাদলগাছী তে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আজ ভোর ৬ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৫০ মিলিমিটার বা মিমি।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ০৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৩ মিনিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি আদায়ে সভা ও বিক্ষোভ
জামালপুরে ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন
ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন : সালাহউদ্দিন
রেল ভূমির ভাড়া তিনগুণ বৃদ্ধি : ব্যবসায়ীদের কমানোর দাবি
চাঁপাইনবাবগঞ্জে বন্যাকবলিত পরিবারের মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত
রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি পপির ইন্তেকাল
‘তারকা সাক্ষী’ মাহমুদুর রহমান ও নাহিদ ইসলামের ট্রাইব্যুনালে সাক্ষ্য সোমবার
ভ্যানচালক মোস্তফার পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
১০