বাসস
  ২২ নভেম্বর ২০২৩, ১৮:৫৫
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২১:১২

কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট: নির্বাচনে যাওয়ার ঘোষণা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৩ (বাসস): বিএনপির অন্যতম শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট যুক্তফ্রন্টের আত্মপ্রকাশ ঘটেছে। 
একই সাথে এই জোটটি বর্তমান সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
নতুন জোটে থাকা দলগুলো হলো, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-(বিএমএল) ও বাংলাদেশ জাতীয় পার্টি।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক নতুন জোটের আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার কথা জানান। 
তিনি বলেন, আমাদের জোট যুক্তফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নেবো। 
যুক্তফ্রন্ট কয়টি আসনে নির্বাচন করবে জানতে চাইলে মুহাম্মদ ইব্রাহিম বলেন, সেটা এখনও স্থির করিনি। তবে আমাদের ১০০টি আসনে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব ফারুকুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, অতিরিক্ত মহাসচিব তফাজ্জেল হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।