বাসস
  ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ২০:৩৫

আওয়ামী লীগ ফেরত আসলে ফ্যাসিবাদ ফেরত আসবে : উপদেষ্টা মাহফুজ আলম

শনিবার চাঁদপুরে বক্তব্য দেন উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : বাসস

চাঁদপুর, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবারো ফ্যাসিবাদ ফেরত আসবে।

আজ শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা চালিয়েছে। বাকশাল প্রতিষ্ঠার পূর্বে বিরোধীদলীয় কয়েক হাজার মানুষ গুম খুনের শিকার হন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশবিরোধী, আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

মাহফুজ আলম বলেন, বিএনপি, ‎জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র‎সংগঠন, শ্রমিক, নারী, আলেম-ওলামা আছেন সবাইকে নিয়ে একটি ইনসাফের বাংলাদেশ গঠন করব। যারা বাংলাদেশপন্থী ‎তাদের নিয়ে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ‎পজিটিভ একটি বাংলাদেশে প্রতিষ্ঠা করব। বাংলাদেশের ‎জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি ‎শাসনব্যবস্থা ‎কায়েম করব।

সরকারের অগ্রাধিকারের বিষয় নিয়ে মাহফুজ আলম বলেন, ‘আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা। গুম-খুন-ধর্ষণের বিচার করা এবং সংস্কার করা। অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়া। যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি।’

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বৈষম্যবিরোধী আন্দোলনে হাজীগঞ্জের চারজন শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

উপদেষ্টা মাহফুজ আলমের আগমন উপলক্ষে জেলার হাজীগঞ্জ-শাহরাস্তিতে তোরণ নির্মাণ করা হয়। উপদেষ্টাকে স্থানীয় নাগরিক কমিটির নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, ইসলামী আন্দোলন ও ছাত্র জনতার পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, চাঁদপুর নাগরিক কমিটির নেতারা, ইসলামী ছাত্র আন্দোলনের অসংখ্য নেতাকর্মী ও ছাত্র-জনতা।