ফ্যাসিবাদের বিরুদ্ধে ৫ আগস্টের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গণপূর্ত উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:২৪
আজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা সভায় গৃহায়ন এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৫ আগস্টের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে জুলাইয়ের গণহত্যাকারী ও অপরাধীদের বিচার করা। 

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহিদ ও আহতদের কল্যাণে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যেভাবে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিয়েছে, সেভাবে জুলাই শহিদদেরও দায়িত্ব নিবে। সকল শহিদ পরিবারকে ভাতা দেওয়া হবে। 

আদিলুর রহমান খান আজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- শহিদ পরিবারের সদস্যরা, অধিকারের পরিচালক নাসির উদ্দীন এলান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকরা ও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মুন্সীগঞ্জের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জুলাই অভ্যুত্থানে মুন্সীগঞ্জ জেলায় ১৫ জন শহিদের পরিচয় ও তথ্য উপস্থাপন করেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদে সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা সভায় শহিদদের পিতা, মাতা ও ভাই শহিদদের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। 

এ সময় কয়েকজন আহত শিক্ষার্থী তাদের বক্তব্য তুলে ধরেন। 

উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ’২৪ বিপ্লবের সুতিকাগার’ আলোকচিত্র গ্যালারি ঘুরে দেখেন।

পরে আদিলুর রহমান খান মুন্সীগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শিরোনামে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
১০