যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দেবেন জায়মা রহমান

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪ আপডেট: : ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:২০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান ও তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ছবি: ফেসবুক

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।

বিএনপি’র নির্ভরযোগ্য সূত্র মঙ্গলবার দুপুরে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ‘আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করছেন না। তবে, ওই অনুষ্ঠানে তারেক রহমানের কন্যা জায়মা রহমান যোগ দেবেন।’

সূত্র আরো জানায়, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মূহূর্তে তাঁর বড় ছেলে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন। তিনি সেখানে থেকেই চিকিৎসা নিচ্ছেন। এমন অবস্থায় মাকে রেখে কোথাও যেতে চাইছেন না তারেক রহমান।

এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানেও যাবেন না তিনি। তবে ওই অনুষ্ঠানে নিজে উপস্থিত হতে না পারলেও, তার প্রতিনিধি হিসেবে মেয়ে জায়মা রহমানকে পাঠাচ্ছেন তিনি।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে জায়মা রহমানের ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে এটিই হবে এ ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে জায়মা রহমানের প্রথম অংশগ্রহণ।

এর আগে গত ১২ জানুয়ারি বিএনপি’র মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আমন্ত্রণ জানানো হয়েছে।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানটি ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও ১০০টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন।

এই অনুষ্ঠানটি একটি নির্দলীয় সংস্থা এবং রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অভিজাতদের একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করার এবং একত্রে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম।

এই ফাউন্ডেশন মার্কিন নীতিনির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বনজ কুমারের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে কাউকে ছাড় দেয়া হবে না : রেলপথ উপদেষ্টা
নির্বাচনী আসনে সীমানা নিয়ে ১,৮৯৩টি আপত্তি নিষ্পত্তি করেছে ইসি
গ্রামের ধীরগতির মহিষের গাড়ি আজ কেবলই স্মৃতি
বাংলাদেশের কাঁচা পাট ১২টি দেশে রপ্তানি হচ্ছে 
চট্টগ্রামের বায়েজিদ ও হালিশহর টিজিকে আধুনিক ল্যান্ডফিল্ড করা হবে : মেয়র
সুনামগঞ্জের সাংবাদিক ফজলুল হক সেলবর্সী ছিলেন জাতীয় কবির ঘনিষ্টজন
হবিগঞ্জ জেলা বিএনপি’র কাউন্সিল ৬ সেপ্টেম্বর: কমিটি নির্বাচনে কমিশন গঠন
হিটের ১৫১ উপ-প্রকল্প বাস্তবায়নে ৪৩টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসি’র চুক্তি স্বাক্ষর
শ্রমিক ও মালিক পক্ষের পরামর্শেই শ্রম আইন যুগোপযোগী করা হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
১০