জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:২৫
বুধবার জাতীয় চিড়িয়াখানায় বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : বাসস

ঢাকা,২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জনগণের বিনোদন এবং প্রাণি সম্পর্কে সম্যক ধারণা লাভের স্বার্থেই জাতীয় চিড়িয়াখানাকে আরও আধুনিকায়ন করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে চিড়িয়াখানার সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং চিড়িয়াখানার উন্নয়নকল্পে যে মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

আজ বুধবার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টারে চিড়িয়াখানার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, চিড়িয়াখানায় বিনিয়োগ করলে তা থেকে রিটার্ন আসে। চিড়িয়াখানরা নিরাপত্তার জন্য প্রাচীর নির্মাণ, জনবলের ঘাটতি পূরণসহ আনুষঙ্গিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা দর্শনীয় স্থানে জনগণের সুবিধার্থে প্রতিটি প্রাণী সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করার আহ্বান জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. এবিএম সাইফুজ্জামান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা, পোল্ট্রি জেনেটিসিস্ট ড. বিবেক চন্দ্র রায়সহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে ফলপ্রসূ বৈঠক
তানজিদ ও লিটনের উন্নতি; অলরাউন্ডার তালিকায় শীর্ষে রাজা
অপতথ্য প্রতিরোধে এএফডি ও এমআইএসটি’র সেমিনার অনুষ্ঠিত
খার্তুমে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ নেই : সুদান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স রিলিজ স্লিপে ভর্তি বিজ্ঞপ্তি
নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্তে হাইকোর্ট নির্দেশ
চট্টগ্রামের চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
কারিগরির এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ৩ থেকে ৭ সেপ্টেম্বর
নড়াইলে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০