রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান তৌহিদের

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৫
মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ রোববার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশে বিভিন্নভাবে প্রভাব ফেলা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ রোববার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বিশপকে তার বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

এই সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে ব্যর্থতা কেবল মিয়ানমার ও বাংলাদেশকে প্রভাবিত করবে না, পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করে তুলবে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।  

বিশপ জোর দিয়ে বলেন, তিনি এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের  মনোযোগ রাখার জন্য কাজ করছেন এবং আশা করছেন জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থপূর্ণ প্রচেষ্টার ক্ষেত্রে যথেষ্ট গতি সঞ্চার করবে।

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে তিনি মিয়ানমারে দ্রুত রাজনৈতিক সমাধানের ওপর জোর দেন।  

সংঘাতের অবসান ও দেশের অভ্যন্তরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলো মিয়ানমার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এ জন্য সবার সমর্থন প্রয়োজন।

গণ্যমান্য ব্যক্তিবর্গ রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু ইস্যুতে এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সম্মেলনের দীর্ঘস্থায়ী ফলাফল আনতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

বিশপ দুই দিনের কর্মসূচিতে বাংলাদেশ সফর করছেন এবং তিনি রোহিঙ্গা ক্যাম্প দেখতে আজ কক্সবাজার গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০