‘দুর্নীতিবিরোধী তল্লাশির নামে প্রতারণা’ বিষয়ে সতর্কতা দুদকের

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৯:০৩ আপডেট: : ০৫ মার্চ ২০২৫, ১৯:৪৭

ঢাকা, ৫ মার্চ, ২০২৫ (বাসস): দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে দুর্নীতিবিরোধী তল্লাশি অভিযানের নামে প্রতারণার বিষয়ে সর্বসাধারণকে সতর্ক করেছে দুদক।  

আজ দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আজ সাংবাদিকদের বলেন, এক শ্রেণির প্রতারকচক্র দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির বাসভবনে দুর্নীতিবিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরণের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতারকচক্র সাধারণ মানুষকে হয়রানি করাসহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। 

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন কোনো তল্লাশি অভিযান পরিচালনা করলে সেক্ষেত্রে দুদকের কর্মকর্তারা কমিশনের যথাযথ অনুমতি সাপেক্ষে নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে। কমিশনের কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের নিজস্ব পরিচয়পত্র বহন করতে হয় এবং ক্ষেত্রবিশেষে তাদের নির্ধারিত পোষাক থাকে। 

তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাতিরেকে দুদক পরিচয়ে কোনো তল্লাশি অভিযানের সংবাদ নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করানোর জন্য তিনি পরামর্শ দেন।

উল্লিখিত বিষয় ছাড়াও অন্যকোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০