‘দুর্নীতিবিরোধী তল্লাশির নামে প্রতারণা’ বিষয়ে সতর্কতা দুদকের

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৯:০৩ আপডেট: : ০৫ মার্চ ২০২৫, ১৯:৪৭

ঢাকা, ৫ মার্চ, ২০২৫ (বাসস): দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে দুর্নীতিবিরোধী তল্লাশি অভিযানের নামে প্রতারণার বিষয়ে সর্বসাধারণকে সতর্ক করেছে দুদক।  

আজ দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আজ সাংবাদিকদের বলেন, এক শ্রেণির প্রতারকচক্র দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির বাসভবনে দুর্নীতিবিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরণের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতারকচক্র সাধারণ মানুষকে হয়রানি করাসহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। 

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন কোনো তল্লাশি অভিযান পরিচালনা করলে সেক্ষেত্রে দুদকের কর্মকর্তারা কমিশনের যথাযথ অনুমতি সাপেক্ষে নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে। কমিশনের কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের নিজস্ব পরিচয়পত্র বহন করতে হয় এবং ক্ষেত্রবিশেষে তাদের নির্ধারিত পোষাক থাকে। 

তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাতিরেকে দুদক পরিচয়ে কোনো তল্লাশি অভিযানের সংবাদ নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করানোর জন্য তিনি পরামর্শ দেন।

উল্লিখিত বিষয় ছাড়াও অন্যকোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪২০ জন
রাজশাহীতে আ’লীগের তিন কর্মীসহ আটক ১৮
ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি পেয়েছে
টিচার্স ট্রেনিং কলেজে কন্টিনজেন্সি বাজেটের অর্থ আত্মসাৎসহ নানাবিধ অভিযোগে দুদকের অভিযান
চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : লক্ষ্মীপুর জেলা প্রশাসন 
সিলেটে জুলাই শহীদ সাংবাদিক তুরাবের নামে চত্বর উদ্বোধন
ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতের অধ্যাপকের সাক্ষাৎ
আগামীকাল ঢাবি’র সান্ধ্যকালীন ক্লাস ও পরদিন সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে
সুনামগঞ্জে অবৈধভাবে উত্তোলনকৃত বালুসহ আটক ২, নৌকা জব্দ  
বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল 
১০