ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে দেশব্যাপী টিসিবি পণ্য বিক্রয় শুরু 

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ২০:৩৫ আপডেট: : ০৫ মার্চ ২০২৫, ২৩:৫১
সাতক্ষীরায় টিসিবির পণ্য কিনছেন ক্রেতারা। ছবি: বাসস

ঢাকা, ৫ মার্চ, ২০২৫ (বাসস): দেশের ৬৪টি জেলায় আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করেছে। 

পবিত্র রমজান মাস উপলক্ষে, নিম্ন আয়ের মানুষদের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতে দেশব্যাপী টিসিবি এ বিক্রয় কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচি ৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলবে। 

বাসসের জেলা সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে জানা গেছে, আজ বুধবার সকালে বগুড়া, টাঙ্গাইল, নীলফামারী, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, নাটোরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রিয় কার্যক্রম শুরু করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কের সামনে জেলা প্রশাসক হোসনা আফরোজা বগুড়ায় টিসিবি’র মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্যবিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। 

টিসিবি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, টিসিবি’র বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুর রহমান, মেসার্স গিভ অ্যান্ড টেকের স্বত্বাধিকারী আবু জাফর । 

বগুড়া পৌরসভা এলাকার ৫টি স্থানে এসব পণ্য ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রয় করা হবে। প্রতিটি ট্রাকে ৪ শতাধিক উপকারভোগী ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবেন। শহরের ২৫টি স্থানে এই কার্যক্রম ৫ মার্চ থেকে শুরু করে ২৮ মার্চ পর্যন্ত চলবে। প্রতিটি উপকারভোগীদের মাঝে বাজারে চেয়ে অর্ধেক মূল্যে ২ লিটার সয়াবিন তেল, মসুরী ডাল ২ কেজি, ছোলা বুট ১ কেজি ও চিনি ১ কেজি বিক্রয় করা হচ্ছে। যার প্যাকেজ মূল্য ৪৫০ টাকা। বুধবার শহরের শহীদ খোকন পার্ক, ঠনঠনিয়া তাজমা সিরামিকের সামনে, মাটিডালি উপজেলা চত্বরের সামনে, বউ বাজার শারমিন ক্লিনিকের সামনে ও গোদারপাড়া বাজারের সামনে দিনব্যাপি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়। 

টাঙ্গাইল: টিসিবির কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় টাঙ্গাইলে জেলার নিম্ন আয়ের মানুষদের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন শহীদ স্মৃতি পৌরউদ্যানে এই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, সংশ্লিষ্ট ডিলার এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা শহরের পাঁচটি পয়েন্টে ৪৫০ টাকা প্যাকেজ মূল্যে দুই লিটার তেল, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি বিক্রি করা হচ্ছে। জেলা শহরের দুই হাজার পরিবার প্রতিদিন সাশ্রয়ী মূল্যে এই পণ্যগুলো পাবে। এই কর্মসূচি ৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন ২,০০০ পরিবারের কাছে টিসিবি পণ্য বিক্রি করা হবে।

চাঁদপুর: চাঁদপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁদপুর পৌরসভায় প্রথমবারের মতো কার্ড ছাড়াই ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। 

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মহসিন উদ্দিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন। পরে, তিনি নতুন বাজার পৌর মিলনায়তন এবং জেলা শহরের পুরাতন বাজার লোহারপুল এলাকায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকার এই উদ্যোগ নিয়েছে, যাতে রমজান মাসে নিম্ন আয়ের মানুষরা সহজেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন নতুন বাজার পৌর মিলনায়তন এবং জেলা শহরের পুরাতন বাজার লোহারপুল এলাকায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করেন। জেলা প্রশাসনের বরাত দিয়ে বাসসের সংবাদদাতা জানান, চাঁদপুরে প্রাথমিকভাবে রমজান মাস জুড়ে ৫টি স্থানে প্রতিদিন ২,০০০ পরিবারের কাছে টিসিবি পণ্য বিক্রি করা হবে। 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে ভর্তুকি মূল্যে ট্রাকের মাধ্যমে টিসিবিপণ্য বিক্রি করা হচ্ছে। আজ সকালে লক্ষ্মীপুর পৌরসভার গোডাউন রোডে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস উপস্থিত ছিলেন। দালাল বাজার, দক্ষিণ হাঁসদী, উত্তর হাঁসদী এবং চররুহিতাসহ পাঁচটি স্থানে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষ কম দামে টিসিবি পণ্য কিনতে পেরে খুশি।

রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা প্রশাসন নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু করেছে। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে, রাঙ্গামাটি জেলা শহরের পাঁচটি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ আজ সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন।

প্রাথমিকভাবে, শহরের রিজার্ভ মার্কেট, গীতাশ্রম কলোনি এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, শহীদ আব্দুল আলী মঠ, আনন্দ বিহার এলাকা এবং তবলছড়ি এডিসি হিল এলাকায় টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিটি পয়েন্টে ৪০০ জন গ্রাহক এনআইডি বা টিসিবি কার্ড ছাড়াই নির্দিষ্ট পণ্য কিনতে পারছেন।

নাটোর: আজ থেকে নাটোর জেলার পাঁচটি পয়েন্টে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. রওশন আলী জানান, এই কর্মসূচি ঈদ পর্যন্ত ১৯ কার্যদিবস ধরে চলবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০