অবিলম্বে নবম ওয়েজবোর্ড পূর্ণ বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৯:১১ আপডেট: : ০৬ মার্চ ২০২৫, ১৯:৩১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : অবিলম্বে সকল গণমাধ্যমে নবম ওয়েজবোর্ড পূর্ণ বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কাস নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বাসস এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো. আলমগীর হোসেন খান। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার এবং সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম।

সভায় নেতৃবৃন্দ অবিলম্বে গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠন করে সাংবাদিক, শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের বৈধ প্রতিনিধিদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান। এ ছাড়া সভায় শ্রমিক-কর্মচারীদের ১১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। এ ছাড়া চাকুরীতে হয়রানি বন্ধ ও বেতন-ভাতা যথারীতি পরিশোধ ও ঈদের আগে পূর্ণাঙ্গ বোনাস দেয়ার দাবি জানান তারা।

সভায় জানানো হয়, গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে আগামী ১৭ মার্চ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই ফেডারেশনের যৌথ মানব-বন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, মো. তানভির হোসাইন, মোহাম্মাদ আলী খান (অপু), তোজাম্মেল হক, মাকসুদুল আহসান, রফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আতাউর রহমান ও মোঃ বেলাল উদ্দিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০