অবিলম্বে নবম ওয়েজবোর্ড পূর্ণ বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৯:১১ আপডেট: : ০৬ মার্চ ২০২৫, ১৯:৩১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : অবিলম্বে সকল গণমাধ্যমে নবম ওয়েজবোর্ড পূর্ণ বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কাস নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বাসস এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো. আলমগীর হোসেন খান। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার এবং সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম।

সভায় নেতৃবৃন্দ অবিলম্বে গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠন করে সাংবাদিক, শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের বৈধ প্রতিনিধিদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান। এ ছাড়া সভায় শ্রমিক-কর্মচারীদের ১১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। এ ছাড়া চাকুরীতে হয়রানি বন্ধ ও বেতন-ভাতা যথারীতি পরিশোধ ও ঈদের আগে পূর্ণাঙ্গ বোনাস দেয়ার দাবি জানান তারা।

সভায় জানানো হয়, গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে আগামী ১৭ মার্চ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই ফেডারেশনের যৌথ মানব-বন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, মো. তানভির হোসাইন, মোহাম্মাদ আলী খান (অপু), তোজাম্মেল হক, মাকসুদুল আহসান, রফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আতাউর রহমান ও মোঃ বেলাল উদ্দিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০