অবিলম্বে নবম ওয়েজবোর্ড পূর্ণ বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৯:১১ আপডেট: : ০৬ মার্চ ২০২৫, ১৯:৩১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : অবিলম্বে সকল গণমাধ্যমে নবম ওয়েজবোর্ড পূর্ণ বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কাস নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বাসস এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো. আলমগীর হোসেন খান। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার এবং সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম।

সভায় নেতৃবৃন্দ অবিলম্বে গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠন করে সাংবাদিক, শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের বৈধ প্রতিনিধিদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান। এ ছাড়া সভায় শ্রমিক-কর্মচারীদের ১১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। এ ছাড়া চাকুরীতে হয়রানি বন্ধ ও বেতন-ভাতা যথারীতি পরিশোধ ও ঈদের আগে পূর্ণাঙ্গ বোনাস দেয়ার দাবি জানান তারা।

সভায় জানানো হয়, গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে আগামী ১৭ মার্চ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই ফেডারেশনের যৌথ মানব-বন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, মো. তানভির হোসাইন, মোহাম্মাদ আলী খান (অপু), তোজাম্মেল হক, মাকসুদুল আহসান, রফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আতাউর রহমান ও মোঃ বেলাল উদ্দিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা
ফার্নিচার কর্মচারী হত্যা : অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ আজ
যশোরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতে নির্বাচন চায় : রুহুল কবির রিজভী
পিএসসি’র নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন বিক্রির মূল হোতা গ্রেফতার
ভোলা উপকূলের নদী উত্তাল, অভ্যন্তরীণ ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ 
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন
বাণিজ্য অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ায় ওয়াল স্ট্রিটের শেয়ারে পতন 
গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাছুর ও ওষুধ বিতরণ
১০