যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ডিএমপি’র গণবিজ্ঞপ্তি

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২০:৩২

ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রামপুরার ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা মহানগরীর সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিদিন সকাল এবং বিকালের পিক আওয়ারে রামপুরার ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হয়। 

যানজট নিরসনকল্পে আগামী ১২-৩-২০২৫ তারিখ রোজ বুধবার থেকে ওয়াপদা ক্রসিংয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 

এক্ষেত্রে ওই এলাকার যানবাহনসমূহকে চলাচলের জন্য নিম্নবর্ণিত নির্দেশনা (সংযুক্ত স্কেচ ম্যাপ অনুযায়ী) অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ওয়াপদা ফিডার রোড হতে মালিবাগ রেলক্রসিংগামী যানবাহনসমূহ ডানে মোড় নেয়ার পরিবর্তে বামে মোড় নিয়ে উত্তরে গিয়ে সোনালী ব্যাংক ক্রসিং হতে ইউটার্ন করে মালিবাগ রেলক্রসিংয়ের দিকে যাবে।

ডিআইটি রোডে রামপুরা ব্রিজ হতে ওয়াপদা ফিডার রোডে গমনকারী যানবাহনসমূহ ওয়াপদা ক্রসিংয়ে রাইট টার্নের পরিবর্তে আরও দক্ষিণে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূর এর নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে ওয়াপদা রোডে প্রবেশ করবে।

ওয়াপদা ক্রসিং এর পূর্ব পাশের ফিডার রোড (পোস্ট অফিসের গলির) যানবাহনসমূহ ডিআইটি রোড হয়ে উত্তর দিকে যেতে হলে ওয়াপদা ক্রসিংয়ে রাইট-টার্নের পরিবর্তে দক্ষিণ দিকে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূর এর নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে রামপুরা ব্রিজের দিকে যাবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে বর্ণিত নির্দেশনা অনুযায়ী উক্ত এলাকায় চলাচলের জন্য সম্মানিত নাগরিকবৃন্দ ও যানবাহন চালকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০