১৫ রমজানের মধ্যেই সড়ক সংস্কার করা হবে: উপদেষ্টা ফাওজুল

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২০:৪৬
আজ বিদ্যুৎ ভবনের বিজয় হলে ঢাকায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ফাওজুল কবির। ছবি: পিআইডি

ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (বাসস) : ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রোজার মধ্যেই যতটা সম্ভব রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রবিবার বিদ্যুৎ ভবনের বিজয় হলে ঢাকায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।

এ সময় তিনি বলেন, ঈদের আগে রাস্তা সংস্কার করা এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। প্রতিবার ঈদের আগে এ ধরনের একটি আলোচনা হয়। ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি মানুষ গ্রামে যায়। তাদের যাত্রা যেন দ্রুত ও নিরাপদ হয় সে বিষয়ে আলোচনা হয়েছে, এতে বিভিন্ন বিভাগের সবাই ছিলেন। মালিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতারাও ছিলেন। আমরা সবাই একসঙ্গে কাজ করছি। আগামী ১৫ রোজার মধ্যে সব রাস্তার সংস্কার কাজ শেষ করতে হবে।

তিনি আরও বলেন, ঢাকায় ছয়টা বাস এবং নৌ টার্মিনালে সিসিটিভি বসানো হবে। যাত্রীদের কি অসুবিধা হচ্ছে, কোথায় কি হয়রানি হচ্ছে এগুলো তাৎক্ষণিকভাবে মনিটরিং করা হবে। এ জন্য বিআরটিএ এবং সিটি কর্পোরেশনের একটা কমিটি গঠন করা হয়েছে। এবার আমরা আশা করছি যানজট কম হবে। কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন তারা একদিন আগে পরে করে যেতে পারবেন।

রাস্তায় ডাকাতি প্রসঙ্গে ফাওজুল কবির বলেন, ঈদে হাইওয়েতে গাড়ি চলাচলের নিরাপত্তায় ও ডাকাতি কমাতে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। তারা মহাসড়কে টহল দিবে যাতে ডাকাতির মতো ঘটনা না ঘটে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে। এছাড়া বাড়তি ভাড়া আদায় বন্ধ, সড়কে চাপ কমাতে ট্রাক-লরির মতো ভারি যান চলাচল সীমিত করা হতে পারে। ঈদে মানুষের যাতায়াতটা যেন সুন্দর হয় এবার সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি।

মহাসড়কে যানবাহন চলাচলের নিরাপত্তায় নসিমন-করিমন চলাচল করবে না বলে জানানো হয়। এছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল ব্যবহার করা যাবে না এবং পদ্মা সেতুতে সর্বোচ্চ গতিসীমা ৮০ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০