সৈয়দ মঞ্জুর এলাহীর নামাজে জানাজা কাল বাদ জোহর

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৪:০৭
বিশিষ্ট ব্যবসায়ী, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী। ছবি: বাসস

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : বিশিষ্ট ব্যবসায়ী, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর নামাজে জানাজা আগামীকাল বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে বনানী কবরস্থানে স্ত্রী নিলুফার মঞ্জুরের কবরের পাশে দাফন করা হবে। 

সাংবাদিকদের এ তথ্য জানান মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর।

তিনি আরো জানান, আজ বুধবার রাতেই তাঁর মরদেহ দেশে আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। মরদেহ বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজের আজ রাত ১০টা ২০মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। 

সৈয়দ মঞ্জুর এলাহী আজ বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় সকাল ৯টা ৩১মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

সৈয়দ মঞ্জুর এলাহী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সিঙ্গাপুরে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। আজ সকালে তার মৃত্যুর সময় সেখানে তার সঙ্গে ছিলেন ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর ও মেয়ে মুনিজে মঞ্জুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিত
চট্টগ্রামে জলদস্যুদের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে দুটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে
ডাকসু নির্বাচন : শারীরিক শিক্ষা কেন্দ্রে পৃথক প্রবেশ ও প্রস্থান পথ
তেল উৎপাদন নিয়ে অনিশ্চয়তা, কঠিন আলোচনার মুখে ওপেক প্লাস
শরীয়তপুরে হত্যা মামলার প্রধান তিন আসামি গ্রেফতার
শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় ছুটি কমানো হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চাঁদপুরের মতলবে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
কোনোভাবেই বেআইনি পথে পা বাড়ানো যাবে না: ভূমি উপদেষ্টা
১০