শাপলা চত্বর গণহত্যা মামলায় হাসিনা-বেনজিরসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা 

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৫:৩৮ আপডেট: : ১২ মার্চ ২০২৫, ২০:০২

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস) :  রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইজিপি বেনজির আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল । 

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ এ আদেশ দেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত অবশিষ্ট তিনজন হলেন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি ড. হাসান মাহমুদ খন্দকার ও ডা. ইমরান এইচ সরকার।

অপরদিকে, এই মামলায় অভিযুক্ত এবং আগে থেকেই গ্রেফতার হয়ে কারাগারে থাকা চারজন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে আগামী ১২ মে তারিখে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষে আজ আদালতে শুনানি করেন চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম।  এসময় আদালাতে আরো উপস্থিত ছিলেন, প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, মোহাম্মদ শহিদুল ইসলাম, তারেক আব্দুল্লাহ ও শাইখ মাহাদী। 

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৫০ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজতে ইসলামের পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ লাখ পিস ইয়াবা জব্দ 
নীলফামারীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ ২ নভেম্বর
কালামের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশ যুব দলের
আফগানিস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান
২৮ অক্টোবর হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করার দাবি জামায়াত নেতাদের
প্রয়াত সাবেক মন্ত্রী নাসিমের স্ত্রী লায়লা ও ছেলে তমালসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিএনপি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে : মীর হেলাল 
পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবলের তৃতীয় দিনের ফল
ঐকমত্য কমিশনের সুপারিশ সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবে : সালাহউদ্দিন আহমেদ
১০