পিপিপি প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে ঢাকা-টোকিও আলোচনা

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২১:০৮
মঙ্গলবার ‘সপ্তম বাংলাদেশ-জাপান জয়েন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ' শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: টোকিওতে বাংলাদেশ দূতাবাস

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস): ঢাকা ও টোকিও আজ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্ল্যাটফর্ম টার্মিনাল-৩ প্রকল্প এবং বাংলাদেশের রেলওয়ে ও সড়ক পরিবহন খাতে সহযোগিতার ওপর আলোকপাত করে প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেছে।

এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, টোকিওতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সাথে জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিরোফুমি আমাকাওয়ার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিনিধিদল জাপানি পক্ষকে জানিয়েছে যে, টার্মিনাল-৩-এ কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলেছে, যাতে টার্মিনালের দ্রুত উদ্বোধন করা যায়।

প্রকল্পটি ত্বরান্বিত করতে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।

বৈঠকে কমলাপুর মাল্টি-মডেল ট্রান্সপোর্ট হাব, এমআরটি লাইন ৬, ঢাকা আউটার রিং রোড-২ ও ৩ প্রকল্প সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ তার পর্যটন খাতে বিনিয়োগ আকর্ষণ করতে জাপানের অধিকতর সহযোগিতা কামনা করে।

জাপানের প্রকৌশল ও গৃহায়ন বিষয়ক সহকারী উপ-মন্ত্রী ইয়োসুকে সুতসুমি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

বৈঠকে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের ওপর জোর দেওয়া হয়েছে, উভয় পক্ষই সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০