রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচিতে সহায়তা করার কথা ভাবছে ঢাকা 

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২১:৩৮
মিয়ানমার বিষয়ক আসিয়ান চেয়ারপারসনের বিশেষ দূত তান শ্রী ওথমান হাশিম মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দুর্ভিক্ষের ঝুঁকির মুখে রাখাইন রাজ্যে জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা কর্মসূচিতে সহায়তা করার বিষয়ে বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করছে, যা মিয়ানমারের সংঘাতপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে স্থিতিশীলতা আনতে অবদান রাখতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার বিষয়ক আসিয়ান চেয়ারপারসনের বিশেষ দূত তান শ্রী ওথমান হাশিম মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন। 
 
সাক্ষাৎকালে, পররাষ্ট্র উপদেষ্টা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। 

তিনি মিয়ানমার, আসিয়ান সদস্য দেশসমূহ, জাতিসংঘ এবং দাতা দেশগুলোকে সম্পৃক্ত করে একটি ব্যাপক ভিত্তিক রোহিঙ্গা প্রত্যাবাসন রোডম্যাপ তৈরির লক্ষ্যে জরুরি পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

হোসেন বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসিয়ান দেশগুলো আরও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রত্যাবাসন চ্যালেঞ্জ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

পররাষ্ট্র উপদেষ্টা বিশেষ দূতকে তার নিয়োগ লাভের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, সভাপতি হিসেবে তার মেয়াদকালে সংকট সমাধানে নতুন পথের সূচনা করবে।

বিশেষ দূত সংকট সমাধানের জন্য আসিয়ানের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান এবং আশ্বাস দেন যে, তিনি এই লক্ষ্যে সমন্বিত প্রচেষ্টা চালাবেন।

তিনি একমত প্রকাশ করেন যে, সংকট সীমা ছাড়িয়ে গেছে। তিনি মিয়ানমারে আসিয়ানের চলমান মানবিক সহায়তা প্রচেষ্টার কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মতো আসিয়ান দেশগুলোও এই সংকটের কারণে প্রভাবিত, যা সম্ভাব্য সকল উপায়ে সহযোগিতার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০