রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থেকে নিম্নমুখী আছে: বাণিজ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৫:৪৯
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ফাইল ছবি

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস): বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থেকে নিম্নমুখী আছে এবং নিত্যপণ্যের মূল্য আরও হ্রাস পাবে। 

বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা মিলনায়তনে ইফতার পরবর্তী ইমাম ও খতিব সমাবেশে তিনি একথা বলেন। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি বড় কারণ হলো সম্পদের বৈষম্য। এ বৈষম্য দূর করতে ইসলামি মডেলের কর্জে হাসানা ও যাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। যাকাত সম্পদ বন্টনের একটি কার্যকর ইসলামি মডেল। যাকাত প্রদানে ইমাম ও খতিবগণ মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। এর মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে, দারিদ্র্য কমে আসবে। যাকাত মজুতদারি নিরুৎসাহিত করে বলেও উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, টিসিবি বছরে ১২ হাজার কোটি টাকার কার্যক্রম পরিচালনা করে। এতে সরকারের ভর্তুকি সাড়ে ৪ হাজার কোটি টাকা। তিনি টিসিবির ১ কোটি প্রান্তিক পরিবারকে সঠিকভাবে বাছাই করতে সব ধর্মের নেতাদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মুহাম্মদ জুনায়েদ আল হাবিব এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুল হকসহ হেফাজত ইসলামির বিভিন্ন স্তরের নেতারা ও বিভিন্ন মসজিদের খতিব ও ইমামরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
ফৌজদারি মামলায় অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল সংক্রান্ত পরিপত্র জারি
খাদ্য উৎপাদনের সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে : পরিবেশ উপদেষ্টা
একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে : অর্থ উপদেষ্টা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে
মহানবী (সা.)-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে : ধর্ম উপদেষ্টা
আতাল-ওমরজাইয়ের ব্যাটিংয়ে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৮৮ রান
নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন
রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট : মার্কিন অর্থমন্ত্রী 
কালো টাকা সাদা করতে জালিয়াতি : এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুককের মামলা
১০