রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থেকে নিম্নমুখী আছে: বাণিজ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৫:৪৯
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ফাইল ছবি

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস): বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থেকে নিম্নমুখী আছে এবং নিত্যপণ্যের মূল্য আরও হ্রাস পাবে। 

বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা মিলনায়তনে ইফতার পরবর্তী ইমাম ও খতিব সমাবেশে তিনি একথা বলেন। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি বড় কারণ হলো সম্পদের বৈষম্য। এ বৈষম্য দূর করতে ইসলামি মডেলের কর্জে হাসানা ও যাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। যাকাত সম্পদ বন্টনের একটি কার্যকর ইসলামি মডেল। যাকাত প্রদানে ইমাম ও খতিবগণ মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। এর মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে, দারিদ্র্য কমে আসবে। যাকাত মজুতদারি নিরুৎসাহিত করে বলেও উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, টিসিবি বছরে ১২ হাজার কোটি টাকার কার্যক্রম পরিচালনা করে। এতে সরকারের ভর্তুকি সাড়ে ৪ হাজার কোটি টাকা। তিনি টিসিবির ১ কোটি প্রান্তিক পরিবারকে সঠিকভাবে বাছাই করতে সব ধর্মের নেতাদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মুহাম্মদ জুনায়েদ আল হাবিব এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুল হকসহ হেফাজত ইসলামির বিভিন্ন স্তরের নেতারা ও বিভিন্ন মসজিদের খতিব ও ইমামরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০