মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মামলার তদন্ত দ্রুত শেষ করা হবে: আইজিপি

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৭:১০
লিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ফাইল ছবি

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস): পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, মাগুরায় ধর্ষণের শিকার মৃত্যুবরণকারী আছিয়ার মামলার তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া আজ বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করে। (ইন্নালিল্লাহি.... রাজিউন)। 

বৃহস্পতিবার সকালে শিশুটির তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি।

উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাগুরা পৌর এলাকায় বোনের (শ্বশুর) বাড়িতে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ দিবাগত রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) শিশুটিকে ভর্তি করা হয়। 

এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি শিশুর বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড
নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: সমাজ কল্যাণ উপদেষ্টা
নেত্রকোণায় সাদা মাটির পাহাড়ে দিনব্যাপী কবিতা উৎসব
রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
চুক্তি চূড়ান্ত করতে চাপের মুখে দেশগুলো, কপ৩০ সম্মেলনে ফিরছেন লুলা
নাটোরে ৫ কোটি ১১ লাখ টাকার কৃষি প্রণোদনা প্রদান 
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পারমাণবিক চুক্তি, এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি অনুমোদন : হোয়াইট হাউস
ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র অর্ডার অনুমোদন যুক্তরাষ্ট্রের
১০