বাংলাদেশে পা রেখেই ভারতকে হারানোর আশাবাদ হামজা চৌধুরীর

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৬:০৫ আপডেট: : ১৭ মার্চ ২০২৫, ১৮:২৫
সোমবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডিফেন্সিফ মিডফিল্ডার হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৭ মার্চ ২০২৫ (বাসস) : বাংলাদেশি ফুটবল সর্মথকদের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটি স্পর্শ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডিফেন্সিফ মিডফিল্ডার হামজা চৌধুরী।

সোমবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে হামজা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের পাশাপাশি অসংখ্য ফুটবল ভক্ত এ সময় হামজাকে বিমানবন্দরে স্বাগত জানায়। বিকেলেই হামজার হবিগঞ্জে গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। তার সাথে পরিবারের সদস্যরাও রয়েছেন। আগামী দুইদিন হামজা হবিগঞ্জে পরিবারের সাথে কাটাবেন।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সাড়ার পর গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে হামজাকে। স্বাভাবিক ভাবেই তার কাছে প্রত্যাশা ছিল বাংলাদেশের জার্সিতে খেলার অনুভূতি সম্পর্কে জানার। প্রথমে ইংরেজিতে তিনি বলেন, ‘এমন অসাধারণ দৃশ্য দেখে আমি মুগ্ধ। দারুণ লাগছে। আশা করি আমরা দুটি ম্যাচই জিতব এবং খুব দ্রুতই আমরা ফুটবলে উন্নতি করব।’

তারপর সাংবাদিকরা এই ২৭ বছর বয়সী ডিফেন্সিভ ফুটবলারের মুখে বাংলা শুনতে চান। হামজা সিলেটের আঞ্চলিক ভাষায় জবাব দিলেন, ‘ইনশাআল্লাহ আমরা উইন খরমু। আমার বিগ ড্রিম আছে। আমি কোচ হাভিয়েরের সাথে কথা বলেছি। ইনশাআল্লাহ আমরা উইন করিয়া প্রগ্রেস করতে পারমু।’

রোববার ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচের পুরো ৯০ মিনিট-ই খেলেছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এই ম্যাচ খেলেই দেশের উদ্দেশ্যে রওয়ানা হন হামজা চৌধুরী।

আগামী ২৫ মার্চ ভারতের মেঘালয়ের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্নপূরণ হবে হামজা চৌধুরীর। সাথে বাংলাদেশ ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হবে। 

বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে আগামীকাল দেশে ফিরবে। একই দিনে রাত ৯টার দিকে ঢাকায় আসবেন হামজা চৌধুরী। পরদিন সকালে দলের সঙ্গে ভারত রওয়ানা হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০