বাংলাদেশে পা রেখেই ভারতকে হারানোর আশাবাদ হামজা চৌধুরীর

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৬:০৫ আপডেট: : ১৭ মার্চ ২০২৫, ১৮:২৫
সোমবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডিফেন্সিফ মিডফিল্ডার হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৭ মার্চ ২০২৫ (বাসস) : বাংলাদেশি ফুটবল সর্মথকদের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটি স্পর্শ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডিফেন্সিফ মিডফিল্ডার হামজা চৌধুরী।

সোমবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে হামজা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের পাশাপাশি অসংখ্য ফুটবল ভক্ত এ সময় হামজাকে বিমানবন্দরে স্বাগত জানায়। বিকেলেই হামজার হবিগঞ্জে গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। তার সাথে পরিবারের সদস্যরাও রয়েছেন। আগামী দুইদিন হামজা হবিগঞ্জে পরিবারের সাথে কাটাবেন।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সাড়ার পর গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে হামজাকে। স্বাভাবিক ভাবেই তার কাছে প্রত্যাশা ছিল বাংলাদেশের জার্সিতে খেলার অনুভূতি সম্পর্কে জানার। প্রথমে ইংরেজিতে তিনি বলেন, ‘এমন অসাধারণ দৃশ্য দেখে আমি মুগ্ধ। দারুণ লাগছে। আশা করি আমরা দুটি ম্যাচই জিতব এবং খুব দ্রুতই আমরা ফুটবলে উন্নতি করব।’

তারপর সাংবাদিকরা এই ২৭ বছর বয়সী ডিফেন্সিভ ফুটবলারের মুখে বাংলা শুনতে চান। হামজা সিলেটের আঞ্চলিক ভাষায় জবাব দিলেন, ‘ইনশাআল্লাহ আমরা উইন খরমু। আমার বিগ ড্রিম আছে। আমি কোচ হাভিয়েরের সাথে কথা বলেছি। ইনশাআল্লাহ আমরা উইন করিয়া প্রগ্রেস করতে পারমু।’

রোববার ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচের পুরো ৯০ মিনিট-ই খেলেছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এই ম্যাচ খেলেই দেশের উদ্দেশ্যে রওয়ানা হন হামজা চৌধুরী।

আগামী ২৫ মার্চ ভারতের মেঘালয়ের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্নপূরণ হবে হামজা চৌধুরীর। সাথে বাংলাদেশ ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হবে। 

বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে আগামীকাল দেশে ফিরবে। একই দিনে রাত ৯টার দিকে ঢাকায় আসবেন হামজা চৌধুরী। পরদিন সকালে দলের সঙ্গে ভারত রওয়ানা হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন
অপ্রতুল বিনিয়োগে স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি : ডা. রফিক
লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর
১০