অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড ঘোষণা ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি 

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:০৩ আপডেট: : ১৭ মার্চ ২০২৫, ২১:৫৫
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স। ছবি: বাসস

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস): অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড ঘোষণা ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠনসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স। 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির যৌথ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। 

কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো. আলমগীর হোসেন খান এবং সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম।

বিভিন্ন পত্রিকা ও সংবাদ সংস্থা থেকে প্লেকার্ড ও ব্যানার নিয়ে শ্রমিক কর্মচারীদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রেসক্লাবের সামনে সকাল থেকে সমবেত হতে থাকে সংবাদপত্র শ্রমিক কর্মচারীরা। 

বেলা বাড়ার সঙ্গে শ্রমিক কর্মচারীদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে প্রেসক্লাবের সামনের চত্বর। মানববন্ধন ও সমাবেশে দেশের অধিকাংশ সংবাদপত্রের কর্মচারী এবং প্রেস ইউনিয়নের সভাপতি- সেক্রেটারিসহ সদস্যরা উপস্থিত ছিলেন। 

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর মহাসচিব মোশতাক আহমদ, সিনিয়র নির্বাহী সদস্য মোহাম্মাদ আলী খান, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের যুগ্ম মহাসচিব মো. তানভির হোসাইন, মো. তাজাম্মেল হক ও মো. জাহাঙ্গীর হোসেন। 

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে শ্রমিক-কর্মচারিদের ১১ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধানসহ সাংবাদিক নেতারা। 

সমাবেশে বক্তারা অবিলম্বে সকল সংবাদ মাধ্যমে শতভাগ মহার্ঘভাতাসহ ১০ম ওয়েজবোর্ড ঘোষণা ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন বাতিলপূর্বক সংবাদ মাধ্যমের রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন ফেডারেশনের বৈধ প্রতিনিধিদের সমন্বয়ে নতুন করে কমিশন গঠন করার আহ্বান জানান। 

বক্তারা বলেন, নবম ওয়েবোর্ড বাস্তবায়ন আইনগত বাধ্যবাধকতা রয়েছে। যারা ওয়েজবোর্ড বাস্তবায়ন করবে না তাদের গণমাধ্যম পরিচালনা করার অধিকার নেই। প্রয়োজনে তারা তাদের প্রতিষ্ঠানটি বন্ধ করে দিবেন। দশম ওয়েজবোর্ড গঠন সময়ের দাবি। 

বক্তারা সরকারের কাছে ১১ দফা দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, দাবি না মানলে ঈদ-উল ফিতরের পরে ফেডারেশনের নেতারা পরবর্তী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

সমাবেশের সভাপতি মতিউর রহমান তালুকদার সংবাদ মাধ্যমে কর্মরত সকল সাংবাদিক, কর্মচারী ও শ্রমিকদের তাদের ন্যায্য দাবি আদায়ে দূর্বার আন্দোলন গড়ে তুলতে ভবিষ্যৎ কর্মসূচিতে অংশ গ্রহণ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০