অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড ঘোষণা ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি 

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:০৩ আপডেট: : ১৭ মার্চ ২০২৫, ২১:৫৫
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স। ছবি: বাসস

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস): অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড ঘোষণা ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠনসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স। 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির যৌথ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। 

কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো. আলমগীর হোসেন খান এবং সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম।

বিভিন্ন পত্রিকা ও সংবাদ সংস্থা থেকে প্লেকার্ড ও ব্যানার নিয়ে শ্রমিক কর্মচারীদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রেসক্লাবের সামনে সকাল থেকে সমবেত হতে থাকে সংবাদপত্র শ্রমিক কর্মচারীরা। 

বেলা বাড়ার সঙ্গে শ্রমিক কর্মচারীদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে প্রেসক্লাবের সামনের চত্বর। মানববন্ধন ও সমাবেশে দেশের অধিকাংশ সংবাদপত্রের কর্মচারী এবং প্রেস ইউনিয়নের সভাপতি- সেক্রেটারিসহ সদস্যরা উপস্থিত ছিলেন। 

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর মহাসচিব মোশতাক আহমদ, সিনিয়র নির্বাহী সদস্য মোহাম্মাদ আলী খান, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের যুগ্ম মহাসচিব মো. তানভির হোসাইন, মো. তাজাম্মেল হক ও মো. জাহাঙ্গীর হোসেন। 

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে শ্রমিক-কর্মচারিদের ১১ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধানসহ সাংবাদিক নেতারা। 

সমাবেশে বক্তারা অবিলম্বে সকল সংবাদ মাধ্যমে শতভাগ মহার্ঘভাতাসহ ১০ম ওয়েজবোর্ড ঘোষণা ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন বাতিলপূর্বক সংবাদ মাধ্যমের রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন ফেডারেশনের বৈধ প্রতিনিধিদের সমন্বয়ে নতুন করে কমিশন গঠন করার আহ্বান জানান। 

বক্তারা বলেন, নবম ওয়েবোর্ড বাস্তবায়ন আইনগত বাধ্যবাধকতা রয়েছে। যারা ওয়েজবোর্ড বাস্তবায়ন করবে না তাদের গণমাধ্যম পরিচালনা করার অধিকার নেই। প্রয়োজনে তারা তাদের প্রতিষ্ঠানটি বন্ধ করে দিবেন। দশম ওয়েজবোর্ড গঠন সময়ের দাবি। 

বক্তারা সরকারের কাছে ১১ দফা দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, দাবি না মানলে ঈদ-উল ফিতরের পরে ফেডারেশনের নেতারা পরবর্তী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

সমাবেশের সভাপতি মতিউর রহমান তালুকদার সংবাদ মাধ্যমে কর্মরত সকল সাংবাদিক, কর্মচারী ও শ্রমিকদের তাদের ন্যায্য দাবি আদায়ে দূর্বার আন্দোলন গড়ে তুলতে ভবিষ্যৎ কর্মসূচিতে অংশ গ্রহণ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত দুই যুবদল নেতা বহিষ্কার
সুনামগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
১০