বাংলাদেশ, নেপাল ও ভুটানের অংশগ্রহণে তিন জাতির পরিবেশ বিষয়ক বৈঠকে হবে: পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৭:৫১
বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

ঢাকা, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশ, নেপাল ও ভুটানের অংশগ্রহণে শিগগির তিন জাতির পরিবেশ বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি  সাক্ষাৎ করতে এলে বৈঠকে তারা এসব বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে নেপালে  ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠেয় সাগরমাথা সম্মেলনে যোগদানের জন্য পরিবেশ উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বৈঠক শেষে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ ও নেপাল।

পরিবেশ উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে বৈশ্বিক এই সংলাপে পর্বতসমৃদ্ধ দেশসহ বিশ্ব নেতৃবৃন্দ, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন।

উপদেষ্টা জানান, এই আমন্ত্রণকে স্বাগত জানান এবং সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি তার কার্যালয়ের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

রাষ্ট্রদূত ভান্ডারি জলবায়ু ও পরিবেশগত ইস্যুতে বাংলাদেশ-নেপাল সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিকল্প নেই : চসিক মেয়র 
পুতিনকে চাপ দিতে চীন ও ভারতের ওপর ইইউ শুল্ক আরোপের জন্য ট্রাম্প প্রস্তুত : মার্কিন কর্মকর্তা
সেপ্টেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
মোজাম্বিকে সন্ত্রাস দমন বাহিনীর গুলিতে ১৬ জেলে নিহত
চীনকে প্রতিহত করার চেষ্টা ‘নিরর্থক’ : চীনা প্রতিরক্ষামন্ত্রী
১০