ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, এনসিপিসহ ৪টি দল

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৯:১৬
রবিবার সংস্কার প্রস্তাব সম্পর্কিত প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি: পিআইডি

ঢাকা, ২৩ মার্চ, ২০২৫ (বাসস) : জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আজ সংস্কার প্রস্তাব সম্পর্কিত প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল - বাসদ (মার্কসবাদী)।

জাতীয় ঐক্যমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, দুপুরে শেরেবাংলা নগরে সংসদ ভবনস্থ এলডি হলে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের মতামত জমা দেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের নেতৃত্বে ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে।

এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল - বাসদ (মার্কসবাদী) আজ ঐকমত্য কমিশনের কাছে সংস্কার বিষয়ক প্রস্তাবনা জমা দেয়।

দল দুটির হয়ে প্রস্তাবনা জমা দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বাসদ (মার্কসবাদী)'র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানার নেতৃত্বে প্রতিনিধিদল।

এর পূর্বে সকালে সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এ সময় ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে, গতকাল (শনিবার) সকালে খেলাফতে মজলিশ ও গত বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়।

প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ জানিয়ে সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে।

এ পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে মোটরসাইকেলে ট্রাকচাপায় ১ নারীর মৃত্যু
পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল পদ্ধতি
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
চট্টগ্রামে মোটরসাইকেলে ট্রাকচাপায় ১ নারীর মৃত্যু
প্রবীণ দিবস পালনে সিলেটে নানা কর্মসূচি
মাদ্রিদে ভুয়েল্টা কোর্সে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা হামলা করেছে
ইসরাইলি-আমেরিকান জোট ‘পশ্চিম প্রাচীরের পাথরের মতোই শক্তিশালী’: নেতানিয়াহু 
বিশ্বকে ‘দ্বৈত নীতিমালা পরিহারের’ আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর 
নতুন ইবোলা প্রাদুর্ভাবের বিরুদ্ধে ডিআর কঙ্গো টিকাদান শুরু করেছে
কোস্টগার্ডের অভিযানে খুলনায় হরিণের মাংসসহ শিকারি আটক 
১০