ঈদের ছুটিতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না : স্বরাষ্ট্র সচিব

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ২০:৪৬
স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। ফাইল ছবি

ঢাকা, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি আজ আশ্বস্ত করে বলেছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় আসন্ন নয় দিনের ঈদের ছুটিতে সারা দেশে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ঈদের ছুটি নিশ্চিত করতে পুলিশ বাহিনীর পাশাপাশি আমরাও সর্বোচ্চ সতর্ক রয়েছি। 

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আইনশৃঙ্খলার বর্তমান স্থিতিশীল অবস্থা  বিদ্যমান থাকবে।

সচিব জোর দিয়ে বলেন, দেশব্যাপী নিরাপত্তা সতর্কতা যথারীতি কার্যকর রয়েছে। অতিরিক্তভাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, ঈদকে সামনে রেখে কোনো নিরাপত্তা হুমকি নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার ঈদ-উল-ফিতরের পরে কাজ শুরু করতে পারে। এবার থেকে বাংলাদেশি নাগরিকরা সরাসরি ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা পাবেন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের কমান্ডার মার্ক হোয়াইটচার্চ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পক্ষে যথাক্রমে এসওপিতে স্বাক্ষর করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
১০০টিরও বেশি বোয়িং বিমান কিনবে কোরিয়া
১০