ঈদের ছুটিতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না : স্বরাষ্ট্র সচিব

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ২০:৪৬
স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। ফাইল ছবি

ঢাকা, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি আজ আশ্বস্ত করে বলেছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় আসন্ন নয় দিনের ঈদের ছুটিতে সারা দেশে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ঈদের ছুটি নিশ্চিত করতে পুলিশ বাহিনীর পাশাপাশি আমরাও সর্বোচ্চ সতর্ক রয়েছি। 

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আইনশৃঙ্খলার বর্তমান স্থিতিশীল অবস্থা  বিদ্যমান থাকবে।

সচিব জোর দিয়ে বলেন, দেশব্যাপী নিরাপত্তা সতর্কতা যথারীতি কার্যকর রয়েছে। অতিরিক্তভাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, ঈদকে সামনে রেখে কোনো নিরাপত্তা হুমকি নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার ঈদ-উল-ফিতরের পরে কাজ শুরু করতে পারে। এবার থেকে বাংলাদেশি নাগরিকরা সরাসরি ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা পাবেন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের কমান্ডার মার্ক হোয়াইটচার্চ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পক্ষে যথাক্রমে এসওপিতে স্বাক্ষর করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০