যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল কারাগারে

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৬:৪৪
কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেন। ফাইল ছবি

ঢাকা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস): যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী করকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। মামলার মুলনথি না থাকায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মুলনথি প্রাপ্তি সাপেক্ষে রিমান্ড ও জামিন শুনানি অনুষ্ঠিত হবে বলে বিচারক আদেশে উল্লেখ করেন।

এর আগে সোমবার (২৪ মার্চ) মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে কারফিউ আগামীকাল সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে
সিভাসুতে ‘সুরিমি পণ্য’র প্রদর্শনী
পরিবর্তনকে ত্বরান্বিত করার সুযোগ তৈরি করেছে এডিবির নতুন অপারেটিং মডেল : স্বাধীন মূল্যায়ন প্রতিবেদন
প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ
মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ ডাকাত কারাগারে
হরিনের মাংসসহ দুই পাচারকারী আটক
বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে সুইস দূতাবাসের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান : ফিরে দেখা সিলেট
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৯৬
ট্রাম্পের ঘোষণায় যুক্তরাষ্ট্রে কোকা-কোলায় আখের চিনি ব্যবহারের সিদ্ধান্ত
১০