সাবেক শিক্ষামন্ত্রী নওফেলসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:০৮
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফাইল ছবি

ঢাকা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস): গত বছরের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের করা একটি আবেদন মঞ্জুর করে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এই বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহম্মদ তাজুল ইসলাম।

নওফেল ছাড়াও পরোয়ানা আদেশে চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আ জ ম নাছির, রেজাউল করিম ও ছাত্রলীগ-যুবলীগের কিছু নেতাকর্মীর নাম রয়েছে বলে শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে জানান তিনি।

উল্লেখ্য, ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম।

এই ঘটনায় তার মা জোসনা আক্তার বাদী হয়ে ১৮ আগস্ট পাঁচলাইশ থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, আন্দোলন চলাকালে আসামিরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। যার ফলে ওয়াসিম বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নেত্রকোণা খালিয়াজুরীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
১০