সাবেক শিক্ষামন্ত্রী নওফেলসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:০৮
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফাইল ছবি

ঢাকা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস): গত বছরের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের করা একটি আবেদন মঞ্জুর করে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এই বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহম্মদ তাজুল ইসলাম।

নওফেল ছাড়াও পরোয়ানা আদেশে চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আ জ ম নাছির, রেজাউল করিম ও ছাত্রলীগ-যুবলীগের কিছু নেতাকর্মীর নাম রয়েছে বলে শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে জানান তিনি।

উল্লেখ্য, ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম।

এই ঘটনায় তার মা জোসনা আক্তার বাদী হয়ে ১৮ আগস্ট পাঁচলাইশ থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, আন্দোলন চলাকালে আসামিরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। যার ফলে ওয়াসিম বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০