অন্তর্বর্তী সরকার স্বাধীনতার পূর্ণ সুফল জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:২৪
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

ঢাকা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল জনগণের কাছে পৌঁছে দিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। 

তিনি বলেন, ‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনমুখী ও টেকসই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।’ 

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

প্রফেসর মুহাম্মদ ইউনূস মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

প্রধান উপদেষ্টা বলেন, ‘আসুন, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের এ মাহেন্দ্রক্ষণে আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, শান্তি এবং সমৃদ্ধির পথে কাজ করার শপথ গ্রহণ করি।’

‘গত ১৬ বছর দেশের মানুষ এই স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই’- উল্লেখ করে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচারি শাসক জগদ্দল পাথরের মতো জনগণের ঘাড়ে চেপে বসে তাদের স্বাধীনতা ও মৌলিক সব অধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র-শ্রমিক-জনতার সফল গণ-অভ্যুত্থান দেশের মানুষকে স্বৈরাচারের রাহুগ্রাস থেকে মুক্ত করেছে। 

তিনি বলেন, ‘স্বাধীনতা অর্জন ছিল আমাদের আত্মমর্যাদা, অস্তিত্ব রক্ষা এবং অধিকার আদায়ের দীর্ঘ লড়াই সংগ্রামের চূড়ান্ত ধাপ। যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ায়, তার আনুষ্ঠানিক সূচনা হয়েছিলো আজকের এই দিনে। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি কাঙ্খিত স্বাধীনতা।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন চুনারুঘাট উপজেলা
এনসিএল টি-টোয়েন্টির আট দলের স্কোয়াড
বান্দরবানে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত
চাকসু গঠনতন্ত্রে সহ-সম্পাদকের পদ বাতিল, যুক্ত হচ্ছে নতুন ৪ পদ
বজ্রনিরোধক দণ্ড কেনা থেকে সরে এসেছে সরকার : দুর্যোগ উপদেষ্টা
এলডিসি গ্র্যাজুয়েশন থেকে পিছিয়ে আসার কোনো উপায় নেই: আনিসুজ্জামান
রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা’র
লাভজনক হওয়ায় বিদেশি ফলের আবাদে ঝুঁকছে কৃষকরা
১০