শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: প্রেস সচিব

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৯:২৭
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস): গতকাল ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারত ও বাংলাদেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ উত্থাপন করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব আজ শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান।

তিনি লিখেছেন- ‘আমরা আশাবাদী, হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাবো।’

শফিকুল আলম জানান, দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন। তিনি ড. ইউনূসের কাজের প্রশংসা করেন।

বৈঠকে নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল। তবে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম।’

শফিকুল আলম লিখেছেন, এটি স্পষ্টভাবে বোঝা যায় যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের একটি নতুন দিকচিহ্ন তৈরি করতে চায়। বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী বারবার অধ্যাপক ইউনূসকে বলেন, ‘ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়।’

অধ্যাপক ইউনূস সাম্প্রতিক সময়ে কয়েক মাসে বহুবার বলেছেন, আমরা চাই ‘ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক। তবে এই সম্পর্ক হতে হবে ন্যায্যতা, সাম্য এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’

গতকাল অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি ৪০ মিনিট ধরে বৈঠক করেন।

গত ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রয়াত বিএনপি নেতার পরিবারের পাশে তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার সায়েম
গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ঢাকায় গ্রেফতার
এফবিজেএ-এর প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
জবি শিক্ষক সমিতির ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা
নিরাপত্তা উদ্বেগ নিরসনে বিমসটেক-ইউএনওডিসির মধ্যে সমঝোতা স্মারক সই
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাবিতে ক্লাস পরীক্ষা স্থগিতের ঘোষণা প্রশাসনের
গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের তাগিদ তথ্য উপদেষ্টার
জবির ‘বি’ ইউনিটের বিষয় নির্বাচনের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে মিয়ানমার ভূমিকম্পে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে
১০