সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৯:৪৪
আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান। ফাইল ছবি

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন ।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান- ক্রিকেটার সাকিব আল হাসান দুদকের বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের পদক্ষেপ কী?

জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। এটি এখনো অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে বিষয়টি স্পষ্ট হবে।’

২০১৮ সালে সাকিব আল হাসানকে রাষ্ট্রের দুর্নীতি পর্যবেক্ষণকারী সংস্থা দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এক চুক্তিতে একটি তথ্যচিত্রে কাজ করেন তিনি। দুদকের হটলাইন নম্বর ১০৬ উদ্বোধন  উপলক্ষে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছিল।

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০২২ সালে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দেয় দুদক।

সংবাদ সম্মেলনে দুদকের অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০