ঢাকা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস): দেশের বিভিন্ন স্থানে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে একাধিক দোষী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আজ রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১ হাজার ৩৫৫ কেজি পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে একটি অবৈধ কারখানা সিলগালা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অপরাধ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারার লঙ্ঘন।
এছাড়াও, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুসারে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের অভিযোগে খিলগাঁও এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট দু’টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে রমনা ও মাগুরা এলাকায় দু’টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ১১টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
এদিকে, ফেনী ও দিনাজপুর জেলায় বায়ু দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত দু’টি মোবাইল কোর্ট ১১টি মামলায় মোট ৪৮ লাখ টাকা জরিমানা আদায় করে।
অভিযানে তিনটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ধ্বংস করা হয়।