দেশের বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযান

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২১:০৮

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস): দেশের বিভিন্ন স্থানে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে একাধিক দোষী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১ হাজার ৩৫৫ কেজি পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে একটি অবৈধ কারখানা সিলগালা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অপরাধ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারার লঙ্ঘন।

এছাড়াও, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুসারে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের অভিযোগে খিলগাঁও এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট দু’টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে রমনা ও মাগুরা এলাকায় দু’টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ১১টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এদিকে, ফেনী ও দিনাজপুর জেলায় বায়ু দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত দু’টি মোবাইল কোর্ট ১১টি মামলায় মোট ৪৮ লাখ টাকা জরিমানা আদায় করে।

অভিযানে তিনটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০