বাংলাদেশিদের ভিসা দিতে পররাষ্ট্র দফতরে বসনিয়া কনস্যুলার ক্যাম্পের আয়োজন

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৯:১৫
বাংলাদেশিদের ভিসা দিতে পররাষ্ট্র দফতরে বসনিয়া কনস্যুলার ক্যাম্পের আয়োজন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের জন্য বসনিয়া ও হার্জেগোভিনা দূতাবাস (নয়াদিল্লিতে অবস্থিত) আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিনব্যাপী কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত বসনিয়া ও হার্জেগোভিনার অনাবাসিক রাষ্ট্রদূত হারিস হরলে কনস্যুলার ক্যাম্পের উদ্বোধন ও পরিচালনা করেন। বাংলাদেশের জনগণের সাথে তাদের জনগণের সম্পর্ক জোরদারে বসনিয়া ও হার্জেগোভিনার অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন এই কনস্যুলার ক্যাম্প।

বসনিয়া ও হার্জেগোভিনা ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় ভিসা সুবিধা প্রদানের লক্ষ্যে এই কনস্যুলার ক্যাম্পটি পরিচালনা করা হয়।

ক্যাম্প চলাকালে সরাসরি কনস্যুলার সহায়তা প্রদান করার পাশাপাশি নথিপত্র বৈধকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেয়া হয়েছে।   

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রচেষ্টা বাংলাদেশ এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ ও বন্ধুত্ব জোরদারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০