ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের জন্য বসনিয়া ও হার্জেগোভিনা দূতাবাস (নয়াদিল্লিতে অবস্থিত) আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিনব্যাপী কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত বসনিয়া ও হার্জেগোভিনার অনাবাসিক রাষ্ট্রদূত হারিস হরলে কনস্যুলার ক্যাম্পের উদ্বোধন ও পরিচালনা করেন। বাংলাদেশের জনগণের সাথে তাদের জনগণের সম্পর্ক জোরদারে বসনিয়া ও হার্জেগোভিনার অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন এই কনস্যুলার ক্যাম্প।
বসনিয়া ও হার্জেগোভিনা ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় ভিসা সুবিধা প্রদানের লক্ষ্যে এই কনস্যুলার ক্যাম্পটি পরিচালনা করা হয়।
ক্যাম্প চলাকালে সরাসরি কনস্যুলার সহায়তা প্রদান করার পাশাপাশি নথিপত্র বৈধকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেয়া হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রচেষ্টা বাংলাদেশ এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ ও বন্ধুত্ব জোরদারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।