প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৫:৪২
স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্টের ভাইস-প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বুধবার দোহায় আর্থনা সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক

দোহা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেছেন।

উভয়ে বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা শিগগিরই চালু করার ব্যাপারে চূড়ান্ত পর্বের সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

দুই দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করা ড্রেয়ার জানান, এই অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে তিনি আশাবাদী।

তিনি বলেন, ‘আমরা প্রায় শেষ রেখায় পৌঁছে গেছি। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি যে মে মাসের মধ্যে প্রযুক্তিগত উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে।’

সাক্ষাতে অধ্যাপক ইউনূস বাংলাদেশের মানুষের আগ্রহের কথা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে এটি একটি বড় খবর। মানুষ দিন গুনছে। সময় এলে আমরা তা উদযাপন করবো বড় পরিসরে।’

এই অংশীদারিত্ব পুরোপুরি শুরু হবে একটি প্রযুক্তিগত রোলআউটের মাধ্যমে এবং কয়েকটি চূড়ান্ত বিষয়ের সমাধান হলে।

এছাড়া, ইলন মাস্ক প্রতিষ্ঠিত আরেকটি প্রতিষ্ঠান পেপ্যালও বাংলাদেশে স্পেসএক্সের কার্যক্রমে ডিজিটাল লেনদেনের সহায়ক হিসেবে বিবেচনায় রয়েছে।

প্রধান উপদেষ্টাকে লরেন ড্রেয়ার বলেন, ‘শুরু থেকেই এটি ছিল আমাদের অংশগ্রহণ করা অন্যতম সুসংগঠিত ও কার্যকরী একটি উদ্যোগ।’

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০ দেশেরও বেশি বিশ্বনেতার অংশগ্রহণে চীনে শুরু হলো শীর্ষ সম্মেলন
বিশ্ব ব্যবস্থায় ‘হুমকিমূলক’ আচরণের নিন্দা করলেন চীনের প্রেসিডেন্ট
মানিকগঞ্জে বিএনপি’র উদ্যোগে  ৩১ দফার প্রচারণা পথ সভা
আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী 
মতলবে গোসল করতে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
মশার কয়েলের বিকল্প ‘বাজ শিল্ড’ উদ্ভাবন করে সেরা দশে খুবি
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
১০