আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ হতে পারে: আইএমএফ

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:১৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী পুনরুদ্ধারের প্রত্যাশা করছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার রাতে (ওয়াশিংটন সময়) প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইএমএফ চলতি অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন সভার দ্বিতীয় দিনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

বহুপক্ষীয় ঋণ সংস্থাটি বাংলাদেশের মুদ্রাস্ফীতি উচ্চতর থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে, যা ২০২৪-২০২৫ অর্থবছরে ১০ শতাংশে পৌঁছাবে। তবে পরবর্তী অর্থবছরে তা ৫ দশমিক ২ শতাংশে নেমে আসবে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, মার্চ মাসে বাংলাদেশে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ। গত এক বছর ধরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ২৬ শতাংশে।

আইএমএফ আশা করছে, বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৮ শতাংশ। আর এশিয়ার গড় জিডিপি হতে পারে  ৪ দশমিক ৫ শতাংশ।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল বসন্তকালীন সভায় অংশগ্রহণ করেছে। ২১ এপ্রিল এই সভা শুরু হয়েছে, যা ২৬ এপ্রিল পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই স্মৃতি স্মরণে হাবিপ্রবিতে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিদলকে চীনা দূতাবাসের সংবর্ধনা 
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই: অধ্যাপক আলী রীয়াজ
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১,৬০২
ফিলিস্তিনে জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তার ভিসা নবায়ন করবে না ইসরাইল
ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত ৩
ইসরাইলি সেনাদের গুলিতে ত্রাণ নিতে এসে নিহত ৯৩
টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু 
বরিশালে জুলাই শহিদদের স্মরণে নির্মাণ হচ্ছে স্মৃতিস্তম্ভ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ম্যুরাল পুনঃস্থাপন করা হয়েছে
১০